অভিষেক রাঙাতে চায় বসুন্ধরা কিংস
২০১৮ সালে দেশের ফুটবলে শীর্ষ স্তরে যাত্রা শুরু বসুন্ধরা কিংসের। এখানে যাত্রা শুরুর পর থেকে ঘরোয়া ফুটবলে অনেকটা একচ্ছত্র আধিপত্য করছে ক্লাবটি। এখন তাদের লক্ষ্য দক্ষিণ এশিয়ার সেরা হওয়া।
আগামীকাল (বুধবার) এএফসি কাপের ডি গ্রুপের গ্রুপ পর্বের ম্যাচ শুরু। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব। ২০১৯ সালে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল কিংসের এএফসি কাপ মিশন। করোনার জন্য সেই টুর্নামেন্ট বাতিল হয়ে যায়।
নতুন এই টুর্নামেন্টেও আগের মতোই শুভ সূচনা করতে চায় কিংস। কালকের ম্যাচের মধ্য দিয়ে ভিন্ন ধরনের এক অভিষেক হবে কিংসের। দেশের বাইরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচনা হবে বসুন্ধরা কিংসের। এমন অভিষেক ম্যাচ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, ‘আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। মাজিয়া স্পোর্টস ভালো দল। তবে আমরা জয় পাওয়ার সামর্থ্য ও যোগ্যতা রাখি।’
মাজিয়া এএফসি কাপের জন্য সৌদি আরবে দুই সপ্তাহের ট্রেনিং করেছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে পার্থক্য গড়ে দেন বিদেশি ফুটবলাররা। মাজিয়ায় ভালো মানের স্প্যানিশ ফুটবলার রয়েছেন। অন্য দিকে কিংসের শক্তি ব্রাজিলিয়ান রবসন ও আর্জেন্টাইন বেসেরা।
বিজ্ঞাপন
এদের ওপর ভর করে বাংলাদেশের সেরা হয়েছে। এই জুটি দক্ষিণ এশিয়ার সেরা করতে পারে কি না সেটাই দেখার বিষয়।
বাতিল হওয়া এএফসি কাপে কিংস দুরন্ত সূচনা করেছিল আর্জেন্টাইন ফুটবলার হার্নান বার্কোসের হ্যাটিট্রক ও কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের অসাধারণ পারফরম্যান্স।
এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন হয়নি নানা কারণে। বিশ্ব মানের দুই ফুটবলারের ঘাটতি রবসন, বেসেরা কতটুকু পূরণ করতে পারেন সেটাই দেখার বিষয়। কলিন্দ্রেস ও বার্কোস না থাকলেও তারা কিংসের ফুটবলারদের উজ্জীবিত করতে শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ অবশ্য ভালো কিছুর আশাবাদ ব্যক্ত করলেন, ‘আমরা মাজিয়া সম্পর্কে জানি। লিগে খেলার মধ্যেই ছিলাম। আমাদের ফুটবলারদের ফর্ম ও ফিটনেস দুটিই ভালো পর্যায়ে রয়েছে। আশা করি আমরা এএফসি কাপ জয় দিয়ে শুরু করতে পারব।’
মালে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারতের দুই ক্লাব অ্যাথলেটিকো মোহনবাগান ও ব্যাঙ্গালুরু এফসি। বাংলাদেশের বসুন্ধরা কিংসের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায়। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
এজেড/এমএইচ