ক্যারিয়ারের সেরা সময়ে আছেন ইতালিয়ান তারকা ফুটবলার জর্জিনিও। গত মৌসুমে সম্ভাব্য সবকিছুই জিতেছেন তিনি। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার ইতালির হয়ে জিতেছেন ইউরো। এর আগে চেলসির হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগেরও। 

এমন মৌসুম কাটানোর পর অনেকেই তাকে এবার ব্যালন ডি অর জয়ের পথে মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন। তবে এমন কিছু নিয়ে কথা বলাও কলঙ্কের মনে করছেন খোদ জর্জিনিও। 

সম্প্রতি ইতালির ফুটবলার অ্যান্তেনিও ক্যাসিনো টুইচে ইতালিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ান ভিয়েরির সঙ্গে আলাপে এমনটিই জানিয়েছেন । আলাপের এক পর্যায়ে অ্যান্তেনিও বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে ফরমেনতেরাতে ছুটি কাটাতে গিয়েছিলাম। নিরিবিলি একটা জায়গায় বসে ছিলাম। হঠাৎ একজন বলল, “আন্তোনিও, তুমি অসাধারণ!” ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, “কে আপনি?” লোকটি তাঁর রোদচশমা আর মাস্ক খোলার পর দেখি, জর্জিনিও!’

পরে জর্জিনিওকে অ্যান্তেনিও প্রশ্ন করেন,  ‘অনেকে বলাবলি করছে যে মেসিকে হারিয়ে তুমি ব্যালন ডি অর জিতবে। এটা যে কলঙ্কের হবে, তুমি কি বুঝতে পারছো?’

তখন নাকি অ্যান্তেনিওর কথায় সম্মতি জানিয়ে জর্জিনিও বলেন, ‘সত্যিই এটা কলঙ্কের। আমি তোমার সঙ্গে একমত। অবসরের আগে পর্যন্ত সবসময় ব্যালন ডি অর মেসিরই জেতা উচিত।’

এর আগেও জর্জিনিও বলেছিলেন, ‘আমরা স্বপ্নের জন্য বেঁচে থাকি। কিন্তু সত্যিটা বলতে হবে- এটা কিছু মানদণ্ডের ওপর নির্ভর করে। যদি আমরা প্রতিভার ব্যাপারে বলি, আমি জানি পৃথিবীর সেরা না। আরেকদিকে যদি শিরোপার কথা বলেন, আমার চেয়ে এই মৌসুমে কেউ বেশি জেতেনি। তবে আমি কীভাবে নিজেকে মেসি, রোনালদো, নেইমারের সঙ্গে তুলনা করি? তারা আমার চেয়ে পুরোপুরি আলাদা।’

এমএইচ