সতীর্থ নেইমারের সঙ্গে এমবাপের গোল উদযাপন/পিএসজি

গত এক সপ্তাহে ইউরোপীয় দলবদলের বাজারে গুঞ্জন কম হয়নি। ক্রিশ্চিয়ানো রোনালদো এই চলে যাচ্ছিলেন ম্যানচেস্টার সিটিতে, এই আবার এক ইউটার্ন নিয়ে চলে গেলেন ইউনাইটেডে। কিলিয়ান এমবাপেকে নিয়েও জলঘোলা হয়েছে বেশ। 

এখন পর্যন্ত নতুন কোনো খবর না ছড়ালেও ফরাসি তারকার দলবদল নিয়ে কানাঘুষা কম হচ্ছে না। গুঞ্জন আরও বেগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ খেলোয়াড় দানি কারভাহাল আর পরিচালক এমিলিও বুত্রাগেনিয়োর কথায়। তবে কোচ মরিসিও পচেত্তিনো এবার জানালেন এমন কিছু, যাতে মনে হচ্ছে, রিয়ালকে না বলে আরও অন্তত এক মৌসুম ফরাসি জায়ান্টদের ডেরাতেই থাকবেন এমবাপে।

স্প্যানিশ এই ডিফেন্ডার তো বলেই বসলেন, ‘আশা করি সময় শেষ হওয়ার আগেই এমবাপে দলে যোগ দেবেন। সে দুর্দান্ত একজন খেলোয়াড় ও নিশ্চিতভাবেই দলে যোগ দিয়ে সে আমাদের শক্তিবৃদ্ধি করবে।’ 

রিয়াল পরিচালক বুত্রাগেনিয়ো অবশ্য কিছুটা রাখঢাক রাখলেন কথায়। বললেন, ‘আমরা জানি মিডিয়া ও ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমাদের কিছুই করার নেই।’

এত কিছুর পর অবশ্য শেষ দুই দিনে আলোচনা কিছুটা চাপা পড়েই গিয়েছে। এরপর কিলিয়ান এমবাপের ইনস্টাগ্রাম পোস্ট নিয়েও হয়েছে বেশ আলাপ আলোচনা। খুব বেশি কিছু নয়, অনুশীলনে সতীর্থদের সঙ্গে খুনসুটির একটা ছবি দিয়েছিলেন এমবাপে। তার পরই আলোচনার শুরু, তবে কি পিএসজি চলতি মৌসুমেই ছাড়ছেন না ফরাসি তারকা?

এত কিছুর পরও অবশ্য পারফর্ম্যান্সে এর প্রভাব পড়েনি আদৌ। মাঠে দারুণ খেলেছেন তিনি। রেঁসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি, তাতে দলও জিতেছে ২-০ গোলেই। 

এরপর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে উঠে এল এমবাপের দল ছাড়ার কথা। তার জবাবে পচেত্তিনো জানালেন, সেসব কেবলই গুঞ্জন। বললেন, ‘সে আমাদেরই খেলোয়াড়। আপনি জানেন, ফুটবল জগতটা গুঞ্জনে ভরা।’ 

পচেত্তিনোর একান্তই নিজের অভিমত নয় বিষয়টা। তিনি জানালেন, পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি আর ক্রীড়া পরিচালক লিওনার্দোও তাকে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে। বলেছেন, ‘আমাদের সভাপতি আর ক্রীড়া পরিচালক এ বিষয়ে বেশ পরিষ্কার যে, সে আমাদের সঙ্গেই আছে। আর এ নিয়ে আমি বেশ আনন্দিত। সে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

এনইউ/এটি