গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসন। ওই ঘটনা স্তব্ধ করে দিয়েছিল পুরো বিশ্বকে। যদিও পরে ঠিকই সেরে উঠেছেন ডেনমার্কের এই ফুটবলার। 

এবার প্রায় একই ঘটনা ঘটেছে কিরগিজস্তানের বিপক্ষে ফিলিস্তিনের প্রীতি ম্যাচে। যদিও এরিকসেন খেলোয়াড় হলেও এবার অচেতন হয়েছেন একজন কোচ। তবে সেটি ম্যাচের মধ্যে নয়, শুরুর আগে।

কিরগিজস্তানের ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে মাটিতে লুটিয়ে পড়েছেন দলটির গোলরক্ষক কোচ ইসলাম আব্দুওয়ারদা। প্রীতি ম্যাচ সংশ্লিষ্ট সবাই তখন স্তব্ধ হয়ে যান। ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিট আগে এমন ঘটনায় ম্যাচও যায় পিছিয়ে। 

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর শুরু হয় ম্যাচ। বাংলাদেশ জাতীয় দল কিরগিজস্তানে এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে। বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে গতকাল স্টেডিয়ামে ম্যাচ দেখেছেন। তিনি এই ঘটনা জানিয়েছেন।

এমন ঘটনার পর ম্যাচ হয়েছে পুরো ৯০ মিনিটই। ফিলিস্তেনকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কিরগিজস্তান। 

এমএইচ