২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই জয়ের অন্যতম রূপকার ছিলেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে বেশ কয়েকটি শট ঠেকিয়ে নায়ক বনে গিয়েছিলেন তিনি। 

স্প্যানিশ দৈনিক এল পাইসকে এক সাক্ষাৎকার দিয়েছেন মার্টিনেজ। যেখানে কথা বলেছেন আর্জেন্টিনার হয়ে তার খেলার স্বপ্ন, মেসির সঙ্গে সখ্যতা, বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচসহ নানা বিষয়ে। ৬ বছর বয়সে ফুটবল খেলার প্রথম দিন থেকেই আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন দেখতেন বলে জানান তিনি।

মার্টিনেজ বলেন, ‘ছয় বছর বয়সে যখন কোনো শট ঠেকিয়ে দিতাম। তখন থেকেই আর্জেন্টিনার হয়ে খেলা আমার স্বপ্ন। আমি সবসময়ই শক্ত ছিলাম কিন্তু তারপরও একজন মনোবিদের সঙ্গে কাজ করেছিলাম। এটা আমার মধ্যে অনেক পরিবর্তন এনেছে। এটা আমাকে সব ম্যাচের জন্য প্রস্তুত করেছে।’

বিশ্বকাপ বাছাইয়ে রোববার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক বলেছেন, ‘এটা খুব দারুণ ব্যাপার তাদের বিপক্ষে আবার খেলতে নামা। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পয়েন্ট পাওয়া এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো থেকে।’

মেসির অধিনায়কত্ব নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি আমার চেয়েও তার জন্য বেশি খুশি। সে দলের আরেকজন সদস্য ও পাগলাটে অধিনায়কের মতোই আচরণ করে। প্রতিটি ম্যাচের আগে সে আমাদের সঙ্গে কথা বলে। প্রতিপক্ষের দুর্বলতাগুলো কীভাবে কাজে লাগানো যায়। এরপর সে সবাইকে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে বলে। এসব জিনিস আমাদের আরও উদ্যমী করে তোলে।’

এমএইচ/এটি