ভিনিসিয়াস ও মেসি/ফাইল ছবি

লিওনেল মেসি এখন আর বার্সেলোনায় নেই। বার্সেলোনায় তার ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করবেন কে, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। 

একই প্রশ্ন উঠে আসছে লা লিগার ক্ষেত্রেও। মেসি এতদিন ছিলেন লা লিগার সবচেয়ে বড় বিজ্ঞাপন। সেই জায়গাটা কে নেবেন? এমন এক প্রশ্নের জবাবে লা লিগা সভাপতি যা বললেন, তাতে পিলে চমকে যেতে পারেন আপনি।

লিগটির সভাপতি হ্যাভিয়ের তেবাসের কাছে সম্প্রতি ছুঁড়ে দেওয়া হয়েছিল এ প্রশ্ন। তেবাস জানালেন সেই খেলোয়াড়ের নামটা। বললেন, ‘মেসি চলে গেছে, তবে আমাদের কাছে তো ভিনিসিয়াস আছে!’

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এতটাই ভরসা লা লিগা সভাপতির। বলেই দিলেন, আসছে সময়ে মেসির মানে পৌঁছুতে পারবেন ভিনিসিয়াস। তবে সুযোগটা লা লিগার প্রত্যেকটা তরুণ তুর্কির কাছেই থাকবে বলে মনে করছেন তিনি। বললেন, ‘এবারের আসরটা তরুণ খেলোয়াড়দের বেড়ে ওঠার জন্য অনেক বড় সুযোগ নিয়ে এসেছে।’

তাই বলে মেসির মতো তারকার শূন্যতা ভোগায় না তাকে, বিষয়টা মোটেও তেমন নয়। তবে এ তালিকায় কেবল মেসিই নয়, আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরাও। বললেন, ‘শুধু মেসিই নয়, আমি সার্জিও রামোসকে মিস করি, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। তবে কেউই এখন আর আমাদের সঙ্গে নেই, আর তাই আমার ভাবনার পুরোটা জুড়ে এখন কেবল লিগের প্রবৃদ্ধির ভাবনাই আছে।’

মেসি নেই বলে বার্সেলোনার শক্তিও কমে গেছে অনেকটাই। এবারের লিগটা তাহলে যাবে কার ঘরে? তেবাসকে প্রশ্ন করা হয়েছিল এ নিয়েও। উত্তরে লা লিগা সভাপতি বললেন, ‘শেষ কয়েক মৌসুমে যেমন হয়েছে সেটা হতেই থাকবে বলে মনে হচ্ছে। আমরা দেখেছি, সেভিয়া গেল মৌসুমে শেষ রাউন্ডের আগে পর্যন্ত শিরোপার জন্য লড়ে গেছে। আমার মনে হয় এ পরিস্থিতিটাই দেখা যাবে এবারও দেখা যাবে। তবে দলগুলো সেভিয়া নাকি অন্য কেউ হবে, তা জানি না।’

এনইউ