নিজেদের মাঠে সবশেষ ম্যাচটা যখন খেলেছিল আর্জেন্টিনা, তার সঙ্গে এখনকার ফারাকটা বিস্তর। সেবার যে 'চ্যাম্পিয়ন' আর্জেন্টিনাকে বরণ করে নিতে প্রস্তুত ছিল না স্টেডিয়াম, দর্শকরাও বৈকি। থাকবে কেন, লিওনেল মেসিরা যে তখনো কোপা আমেরিকার শিরোপা জেতেননি! সেই ম্যাচে বলিভিয়াকে যখন আতিথ্য দেবে দলটি, তার আগে কোচ লিওনেল স্ক্যালোনি দলে আনলেন বেশ কিছু পরিবর্তন আনলেন।

সব মিলিয়ে দলে পরিবর্তন এসেছে চারটি। গোলবারের নিচে এসেছেন হুয়ান মুসো। গনজালো মন্তিয়েলের জায়গা নিয়েছেন নাহুয়েল মলিনা। ক্রিশ্চিয়ান রোমেরো নেই, তার ফাঁকা জায়গাটা পূরণ করা হচ্ছে হেরমান পেজ্জেলাকে দিয়ে। মাঝমাঠেও পরিবর্তন এসেছে একটা। আলেহান্দ্রো পাপু গোমেজ ফিরেছেন একাদশে।

আর্জেন্টিনা একাদশ

মুসো; মলিনা, পেজ্জেলা, অটামেন্ডি, আকুনইয়া; ডি মারিয়া, পারেদেস, ডি পল, গোমেজ; মেসি, ও লাওতারো।

এমএইচএস