নেপালের কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত সালাউদ্দিন নোমান চৌধুরী অত্যন্ত ক্রীড়াপ্রেমী। বাংলাদেশ ফুটবল দল নেপাল সফর করলে তিনি প্রায় প্রতি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকার চেষ্টা করেন। অধিকাংশ সফরে বাংলাদেশ দলকে দূতাবাসে আমন্ত্রণ জানান।
 
নেপাল সফররত বাংলাদেশ নারী ফুটবল দলকে আজ (সোমবার) তার বাসভবনে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। কোচ গোলাম রব্বানী ছোটন কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের নিয়ে রাষ্ট্রদূতের দাওয়াতে যান। গত মার্চে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন জামালরা। সেই সময় জামালদের দূতাবাসে দাওয়াত দিয়েছিলেন রাষ্ট্রদূত।
 
সাবিনা খাতুন, কৃষ্ণা রাণীরা রাষ্ট্রদূতের বাসায় বেশ সুন্দর সময় কাটান। রাষ্ট্রদূতের পরিবার, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকাতাদের সঙ্গে ঘরোয়া পরিবেশে বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনা করে বাংলাদেশ দল। রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী সাবিনাদের আরও ভালো খেলার প্রতি উৎসাহ দেন। 

এশিয়া কাপের বাছাই খেলতে বাংলাদেশ নারী দল আজ রাতে কাঠমান্ডু থেকে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে। এশিয়া কাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য নেপালের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলেছেন সাবিনারা। দুই ম্যাচের একটিতে হার ও আরেকটিতে ড্র করেছে বাংলাদেশ।
 
এজেড/এমএইচ