রোমেলু লুকাকু/ফাইল ছবি

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুললেও শূন্যতা ছিল এক জায়গায়। আক্রমণভাগে ক্রিশ্চিয়ান পুলিসিক, টিমো ভের্নারদের যোগ্য সঙ্গ দিতে পারবে এমন কাউকে অনেকদিন ধরেই খুঁজছিলেন কোচ থমাস টুখেল। তার আক্রমণের পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছিলেন অলিভার জিরু ও হালের ট্যামি আব্রাহাম।

প্রথম পছন্দ আর্লিং হালান্ড হলেও তাকে না পেয়ে রোমেলু লুকাকুর দিকে ঝুঁকে চেলসি। শেষ পর্যন্ত ১১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে লুকাকুকে দলে ভেড়ায় তারা। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় তার দেয়া একমাত্র গোলেই রাশিয়ান ক্লাব জেনিথকে হারায় চেলসি। এরপরই লুকাকুর প্রশংসায় মাতেন চেলসি বস টুখেল।

তিনি বলেন, ‘আমরা রোমেলুকে ছাড়াও জিতেছি। কিন্তু তার মত একজনের সন্ধানে ছিলাম আমরা। তার প্রতিভার জন্য আমি একথা বলছি না বরং তার ব্যক্তিত্বের জন্য বলছি। গতকালের খেলায় আমরা তাকে খুব বেশি সুযোগ তৈরি করে দিতে পারিনি। কিন্তু সে এমন একজন খেলোয়াড় যে কখনোই হাল ছাড়ে না। এই কারণেই সে বিশ্বমানের একজন স্ট্রাইকার।’

লুকাকুকে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় উল্লেখ করে টুখেল আরো বলেন, ‘তাকে পেয়ে আমরা খুবই খুশি। সে তার আশেপাশের সবাইকে সাহস জোগায়। সে খুবই ভদ্র প্রকৃতির। ড্রেসিং রুমে ও প্রচুর কথা বলে এবং তা আমাদের শক্তি জোগায়। তাকে পেয়ে আমরা গর্বিত।’

গেল বছরের অর্জনের পিছনে যে এই মনোভাবের অনেক অবদান ছিল তা স্বীকার করে চেলসি কোচ বলেন, ‘এরকম পরিবেশের কারণেই সাফল্য এসেছিল। আমরা আনন্দিত যে এবছর তা লুকাকুর মাধ্যমে আমরা পাচ্ছি। সে দলটির মনোভাব সম্পর্কে অবগত।’

অনেক দিন পর পুরনো ডেরায় ফিরেছেন লুকাকু। ২০১৪ সালে চেলসি ছেড়ে ইংলিশ ক্লাব এভারটনে যোগ দেন তিনি। ইন্টার মিলানে দুর্দান্ত দুই মৌসুম কাটানো লুকাকু এখনো আছেন দারুণ ফর্মে। ইন্টারের হয়ে ৮৫ ম্যাচে করেছেন ৬৪ গোল। গত মৌসুমে ইতালিয়ান ক্লাবটির সিরি-আ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।   

এআইএ/এনইউ