জাতীয় দল কমিটি যখন নতুন কোচের নাম ঘোষণা করল, তখন অস্কার ব্রুজন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বসুন্ধরা কিংসের ডাগ আউটে; দলকে নির্দেশনা দিচ্ছিলেন শেখ রাসেলের বিরুদ্ধে ম্যাচে। নতুন কোচের মন্তব্য নিতে বাফুফে ভবন থেকে সাংবাদিকরা সোজা চলে আসেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ম্যাচ শেষের পর তিনি সরাসরি সাংবাদিকদের এড়িয়ে যান।

ড্রেসিংরুমে ঘণ্টাখানেক সময় থাকেন অস্কার। সাংবাদিকরা তার মন্তব্যের জন্য অপেক্ষায় ছিলেন। মিডিয়ায় কথা বলতে চাননি তখনও। সাংবাদিকদের অনুরোধে শেষমেশ শুধু বসুন্ধরা কিংস নিয়ে কথা বলতে রাজি হন।

কিংস প্রসঙ্গ শেষে জাতীয় দলের কোচ হওয়ার জন্য অভিনন্দন জানানোর পর তিনি বলেন, ‘আমি এখনো বসুন্ধরা কিংসের কোচ । ২০ সেপ্টেম্বর সোমবার ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচ রয়েছে। এরপর জাতীয় দল নিয়ে আলোচনা ও মতামত জানাব।’

বসুন্ধরা কিংসে জাতীয় দলে অধিকাংশ ফুটবলার। কিংসের ফুটবলাররা দীর্ঘদিন খেলার মধ্যে রয়েছেন। মৌসুম শেষে ফুটবলাররা ক্লান্ত থাকলে এর প্রভাব জাতীয় দলে পড়তে পারে কিনা এই প্রসঙ্গে অস্কার বলেন, ‘খেলোয়াড়রা মৌসুমের শেষ প্রান্তে। কিছুটা ক্লান্তি আছে। তবে আমি এখন শেষ ম্যাচ ভালোমতো শেষ করা নিয়ে ভাবছি।’

আগামীকাল বাফুফের সঙ্গে অস্কারের জাতীয় দল ইস্যুতে আলোচনা হওয়ার কথা। তখন অস্কার তার বিভিন্ন বিষয় তুলে ধরবেন অন্য দিকে বাফুফেও তাদের অবস্থানও অস্কারের সঙ্গে তুলে ধরবে।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি-আক্রমণে খেলেছে দু’দল। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত বসুন্ধরাকে আটকে রাখে শেখ রাসেল। কিন্তু পরের মিনিটেই গোল হজম করতে হয় তাদের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো গোল করে দলকে জেতান (১-০)। লিগে এটি রবিনহোর ২১তম গোল। সর্বাধিক গোলদাতার তালিকায় সবাইকে ছাড়িয়ে এগিয়ে রয়েছেন এই ব্রাজিলিয়ান।

শেখ রাসেল গোল শোধ দিতে না পারায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই জয়ে ২৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল তারা। অন্যদিকে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে এবারের লিগ শেষ করল শেখ রাসেল। বসুন্ধরা ২০১৮-১৯ মৌসুমে ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট অর্জন করেছিল। এবার দ্বিতীয় লিগ শিরোপা জয়ের বছরে পয়েন্টের হিসাবে নিজেদের ছাপিয়ে গেল। এই বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন কিংসের কোচ অস্কার, ‘এটা আমাদের জন্য ইতিবাচক দিক। আমরা আগের তুলনায় বেশি পয়েন্ট পেয়েছি। আশা করি সামনের ম্যাচে জিতে আরো বেশি পয়েন্ট পাব।’

এজেড/এনইউ