ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় রোববার টটেনহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ম্যাচের পর দলটির মিডফিল্ডের অন্যতম ভরসা এনগোলো কান্তের ভূয়সী প্রশংসা করেছেন কোচ টমাস টুখেল। ২০১৯ সালে চেলসির জার্সি গায়ে নিজের সর্বশেষ গোল করেছিলেন এই ফরাসি মিডফিল্ডার। গতকালকের খেলায় গোল করে দলের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি নিজের দীর্ঘদিনের গোল খরাও কাটালেন কান্তে।

চেলসি দলে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করে থাকেন তিনি। যার ফলে খুব একটা সুযোগ পান না আক্রমণে যাওয়ার। তবে প্রতিপক্ষের আক্রমণ রুখে টিমো ভের্নার, ক্রিশ্চিয়ান পুলিসিকদের দারুণ সব বলও যোগান দিয়ে থাকেন ফরাসি এই মিডফিল্ডার। কোচের প্রশংসাটা তাই তার প্রাপ্য। টুখেল ও কার্পণ্য করেননি শিষ্যকে প্রাপ্য সম্মান দিতে।

তিনি বলেন, ‘একজন মিডফিল্ডারের যেসকল গুণ থাকা দরকার সবই তার ভেতর রয়েছে। তার বল কেড়ে নেওয়ার ক্ষমতা, স্ট্যামিনা, ড্রিবলিং দক্ষতা সবই দারুণ। আজ তো আবার গোলও করেছে সে। সব দলই মিডফিল্ডে তার মত একজনকে চায়।’

যদিও প্রথমার্ধে নিজের শিষ্যদের খেলায় একেবারেই সন্তুষ্ট ছিলেন না টুখেল। সেটা স্বীকারও করেছেন তিনি। গত মৌসুমেই ব্লুদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো এই কোচ বলেন, ‘প্রথমার্ধে আমি একদমই খুশি ছিলাম না। ব্যক্তিগতভাবে কেউ কেউ ভালো করছিল কিন্তু তাদের এনার্জির ঘাটতি ছিল।’

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসন মাউন্টকে উঠিয়ে কান্তেকে মাঠে নামান টুখেল। খেলা শেষে পাসম্যাপ ও হিটম্যাপের সাহায্যে দেখা যায় মাঠের পুরো অংশ জুড়েই বিচরণ ছিল কান্তের। রক্ষণ থেকে আক্রমণ সব জায়গাতেই বেশ সাবলীল ছিলেন তিনি। সতীর্থদের দিয়েছেন অসংখ্য গুরুত্বপূর্ণ পাস।

কান্তে মাঠে নামার পরই নিজেদের গোলশূন্যতা কাটাতে সক্ষম হয় চেলসি। এ বিষয়ে  টুখেল বলেন, ‘সে সত্যিই অসাধারণ। দ্বিতীয়ার্ধে খেলা বদলে দেওয়ার জন্য তার চেয়ে ভালো কাউকে আপনি পাবেন না।’ অনুশীলনেও কান্তে দুর্দান্ত জানিয়ে তিনি বলেন, ‘আমি তাকে রোজ অনুশীলনে দেখি। আপনি তার বল কাড়ার ক্ষমতাকে ছোট করে দেখতে পারেন না।’

২০১৬-১৭ মৌসুমে লেস্টার সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন কান্তে। ব্লুদের জার্সিতে কাটিয়ে দিয়েছেন চারটি বছর। বর্তমানে তার পজিশনে বিশ্বের অন্যতম সেরা বলে বিবেচিত হন ফরাসি এই মিডফিল্ডার। 

এআইএ/এটি