আজ (সোমবার) জাতীয় দল নিয়ে কথা বলার কথা ছিল নতুন কোচ অস্কার ব্রুজনের। আবাহনীর বিরুদ্ধে ড্র করে লিগ যাত্রা শেষ করেছে বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজনের সামনে এখন সাফ মিশন। আজও এই ব্যাপারে কিছু বলেননি অস্কার, ‘আগামীকাল এ নিয়ে বিস্তারিত কথা হবে। আজ ট্রফি নিয়ে উদযাপন করতে চাই।’ 

চার ম্যাচ আগে শিরোপা জিতলেও এই ট্রফি জেতার পথ কঠিন ছিল বলে জানান অস্কার, ‘করোনা, খেলা স্থগিত এবং নানা বিষয়ে পথচলা খুব সহজ ছিল না। তারপরও ভালো একটি মৌসুম গিয়েছে।’
  
বসুন্ধরা কিংস ৬৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আজ শেষ ম্যাচে আবাহনীর বিরুদ্ধে জিতলে কিংস ৬৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড হতে পারতো। এই রেকর্ড হাতছাড়া হলেও লিগ নিয়ে সন্তুষ্টির ঢেকুর অস্কারের কণ্ঠে, ‘শেষ ম্যাচ জিততে পারলে ভালো হতো। ড্র হলেও আমি খেলোয়াড়দের লিগ পারফরম্যান্সে সন্তুষ্ট।’ 

বসুন্ধরা কিংসের সাফল্যের অন্যতম নায়ক তপু বর্মণ বলেন, ‘ক্লাব আমাদের সর্বাত্মক সুযোগ-সুবিধা দিয়েছে। ক্লাবকে ট্রফি উপহার দিতে পেরে আমরা সন্তুষ্ট।’ অনেক ভোগান্তির পর শেষ পর্যন্ত লিগ শেষ হওয়ায় তৃপ্তির ঢেকুর তুলছেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘অনেক সমস্যার মধ্যেও ক্লাবগুলো লিগে খেলা চালিয়ে গেছে। এই সফল সমাপ্তির জন্য তাদের ধন্যবাদই বেশি প্রাপ্য।’
 
লিগ শেষে বাফুফে আনুষ্ঠানিকভাবে লিগের সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করেনি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি লিগের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে বসুন্ধরা কিংসের রবসনকে, দেশি খেলোয়াড়দের মধ্যে সেরা আনিসুর রহমান জিকো, উদীয়মান তারকা আরামবাগের নিহাত জামান উচ্ছ্বাস। 
এজেড/