লিওনেল মেসিহীন ম্যাচে মেটজের বিপক্ষে শেষ হাসি হেসেছে পিএসজি। বুধবারের এই খেলায় ডিফেন্ডার আর্চার হাকিমির জোড়া গোলে কষ্টার্জিত জয় তুলে নেয় নেইমার-এমবাপেদের দল। খেলার ৯০ মিনিট পার হওয়ার পর যোগ করা অতিরিক্ত সময়ে ম্যাচ নির্ধারণী গোলটি করেন হাকিমি। এই গোলটিতে সহায়তা করেন নেইমার জুনিয়র। তবে সব ছাপিয়ে আলোচ্য হয়ে উঠেছে লিগ ওয়ানের অপর একটি খেলায় লিওন মিডফিল্ডার লুকাস পাকেতার অদ্ভুত হলুদ কার্ড।

দুর্দান্ত ফুটবলে প্রতিপক্ষকে পরাস্ত করে এই হলুদ কার্ডটি পান ব্রাজিলিয়ান এই ফুটবলার। অতীতে অনেকবারই এমন দূর্ভাগ্যের শিকার হওয়া নেইমার ঠিকই উপলব্ধি করতে পারছেন ব্রাজিলায়ান সতীর্থের কষ্ট। পিএসজি তারকা বলেন, ‘এটা খুবই দুঃখজনক। ড্রিবলিংয়ের জন্য হলুদ কার্ড পাওয়া! গত মৌসুমে এটা আমার সাথেও হয়েছিল। এবার পাকোতার সাথে হল।’

ব্রাজিলিয়ান সুপারস্টার আরো বলেন, ‘সত্যি বলতে আমি এর কারণ একদমই বুঝতে পারলাম না। বিখ্যাত জোগো বোনিতো (ফুটবল) শেষ হয়েছে। আনন্দ করুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে পাকোতার এই হলুদ কার্ডের ভিডিও। এমন কারণে শাস্তি পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। গত বছর মন্টপেলিয়ার বিপক্ষে খেলায় এমনই এক আজব শাস্তি পেয়েছিলেন নেইমার।

এআইএ/এটি