সমর্থকরা খেলাধূলার প্রাণ। বিশেষ করে ফুটবল ম্যাচে তো বটেই। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সমর্থকরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূইয়া এমনটাই জানিয়েছেন।

বাংলাদেশ অধিনায়ক জামাল বলেন, ‘এখানে অনেক বাংলাদেশি আছে। আমাদের অনুশীলন দেখতে এসেছিল। আগামীকালের ম্যাচেও অনেকে আসবে। সমর্থকরা আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে থাকবে।’

শ্রীলংকার র‌্যাংকিং ২০৫, বাংলাদেশের ১৮৮। মুখোমুখি লড়াইয়েও বাংলাদেশ এগিয়ে। ১৬ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় ১০টি আর শ্রীলংকার চারটি বাকি দুই বার ড্র। সর্বশেষ জয়টিও বাংলাদেশের। নিজেদের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ। র‌্যাংকিং, পরিসংখ্যানের দিকে তাকাতে চান না অধিনায়ক জামাল, ‘আমরা মাঠে আগামীকাল সেরা খেলাটা খেলে জিততে চাই।’ 

ফুটবলে জিততে হলে গোলের বিকল্প নেই। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মূল সমস্যা স্কোরিং। দেশীয় ফুটবলাররা ঘরোয়া লিগে গোল পান না এর প্রভাব থাকে জাতীয় দলে। সোহেল রানা অভিজ্ঞ ফুটবলার। তার গোলের অভিজ্ঞতা রয়েছে। সোহেলের মতো অভিজ্ঞ ফুটবলার নেই, এটা স্কোরিং নিয়ে আরো ভাবনার কারণ। তবে অধিনায়ক জামাল বলেন, ‘আমরা সবাই গোলের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। পাশাপাশি ক্লিনশিট (গোল না খাওয়া) বজায় রাখব। এই দু’টির সমন্বয় হলে আশা করি জিততে পারব।’

মালদ্বীপে পা রাখার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের দারুণ সমর্থন পাচ্ছেন বাংলাদেশি ফুটবলাররা। সেটা যে ম্যাচেও আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ অধিনায়কের। তাদের সমর্থনের প্রতিদান দিতে হলেও এই জয়টা চান জামাল, ‘আমাদের অনেকে সমর্থন করতে আসবে। তাদের প্রতিদান হিসেবে আমরা জয় উপহার দিতে চাই।’ 

২০১৩ সালে কাঠমান্ডু সাফে জামালের অভিষেক। এটি তার চতুর্থ সাফ চ্যাম্পিয়নশিপ। অধিনায়কত্ব করছেন কয়েক বছর। সাফ নিয়ে তার ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সাফে আমার দু’টি লক্ষ্য। দলকে ফাইনালে তোলা আর প্রথম লক্ষ্য হচ্ছে শ্রীলঙ্কাকে হারানো।’

কোচ অস্কার ব্রুজনও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে জিততে চাই। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামব।’ অস্কার বাংলাদেশে ফাইনাল খেলার ইচ্ছে ব্যক্ত করলেও মালদ্বীপে এসে খানিকটা ঘুরিয়ে বলেছেন, ‘আমি ফাইনাল খেলার বিষয়টি বলেছি স্বপ্ন দেখা হিসেবে। বাস্তবতার সঙ্গে আমাদের থাকতে হবে।’

অস্কার ব্রুজন মালদ্বীপে বেশ জনপ্রিয়। মালদ্বীপের ক্লাব রেডিয়েন্টে কোচিং করিয়েছেন। বসুন্ধরা কিংসের কোচ হয়ে কিছু দিন আগে মালেতে এসেছিলেন। এবার এসেছেন জাতীয় দলের কোচ হয়ে। প্রেস কনফারেন্সে স্থানীয় সাংবাদিকরা ক্লাব কোচ থেকে তার জাতীয় দলের দায়িত্ব নেয়ার বিষয়েও প্রশ্ন করেছেন। অস্কার এই বিষয়ে মালেতে তেমন কিছু বলেননি।

এজেড/এনইউ