বর্তমানে বিশ্ব ক্রিকেটে যে কয়েকজন ক্রিকেটার রাজত্ব করছেন তাদের একজন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অনেকের কাছে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার তিনি। অনেকেই আবার কয়েককাঠি সরেস, দাবি করছেন, সর্বকালের সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন কোহলি। বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম অবশ্য কোন দাবিই তোলেননি। শুধু জানিয়েছেন, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে কোহলির উইকেট পেতে চান তিনি।

শুক্রবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শরিফুল বলছিলেন, ‘ভারতের সাথে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে।’

আন্তর্জাতিক ক্রিকেটে শরিফুলের ছোট্ট ক্যারিয়ার। এ বছরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। এর আগে অবশ্য খেলেছেন বয়সভিত্তিক দলে। সবে মিলিয়ে বেশ কয়েকবার বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে তার। তবে এবারের বিশ্বকাপ হচ্ছে যেখানে, সেই মধ্যপ্রাচ্যে খেলা হয়নি তার। 

সেখানকার আবহাওয়া সঙ্গে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং বলছেন শরিফুল। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে তার জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজুর রহমান মধ্যপ্রাচ্যে আছেন। মুস্তাফিজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শরিফুল।

শরিফুল বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের সাথে প্রতিদিনই কথা হয়। সবসময় অনেক ইতিবাচক কথা বলেন। আমি আগে কখনও ওখানে খেলিনি। ওখানকার আবহাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ্‌ তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

বিশ্বকাপ দলে ডাক পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শরিফুল বলছিলেন, ‘২ বছর আগে যুব বিশ্বকাপ খেলেছি। তার আগে অন্যরকম অনুভূতি ছিল। এখানেও একই অনুভূতি। ভালোলাগা কাজ করছে।’

টিআইএস/এনইউ