এবার দলবদলে একাধিক ফুটবলারকে হারিয়ে দিশেহারা বার্সেলোনা। দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। আর্থিক দুর্দশায় আরেক স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমানকে অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে পাঠিয়েছে বার্সা। ছাড়তে হয়েছে অভিজ্ঞ ও তরুণ বেশ কয়েকজন ফুটবলারকে। তার ছাপ স্পষ্ট মাঠের পারফরম্যান্সে। চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি লা লিগাতেও বেহাল অবস্থা কোচ রোনাল্ড কোম্যানের দলের। এর মধ্যে আজ (শনিবার) লিগের ম্যাচে অ্যাটলেটিকোর মুখোমুখি বার্সা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় বার্সেলোনার। লিগে ৬ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান তাদের। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান অ্যাটলেটিকোর। দুই দলের মধ্যকার মুখোমুখি দেখায় বার্সেলোনার বিপক্ষে অ্যাটলেটিকোকে ফেভারিট বলছেন বার্সার সাবেক ফুটবলার স্যামুয়েল এতো।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ইতো বলেন, ‘আমার মতে, লা লিগায় এখন অ্যাটলেটিকোর স্কোয়াড শুধু বার্সেলোনার চেয়ে নয়, সবার চেয়ে সেরা। তারা ফেভারিট।’ তবে ক্লাবটি যেহেতু বার্সেলোনা, সেখানে যদি-কিন্তুর প্রশ্ন রেখে দিয়েছেন ইতো। বলেছেন, ‘কিন্তু বার্সেলোনা সবসময়ই বার্সেলোনা।’

শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর মুখোমুখি হবে বার্সেলোনা।

টিআইএস