সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের বড় বিজ্ঞাপন। তবে বাংলাদেশের কাছে তার পরিচয় ‘হন্তারক’। এই সুনীল ছেত্রীর জন্য বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জয় বঞ্চিত হয়েছে আবার তার জন্যই হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে। বাংলাদেশ-ভারত ম্যাচের আগে তাই আলোচনায় থাকেন সুনীল ছেত্রী। 

ভারতীয় কোচ ইগর স্টিমাচকে সুনীল ছেত্রীর দলে প্রভাব নিয়ে প্রশ্ন করতেই একটু অন্য রকম উত্তর, ‘তাকে নিয়ে নতুন করে বলার কিছু আছে বলে মনে করি না। সে কি সবাই জানে। তবে আমার কাছে দলের সব খেলোয়াড়ই সমান।’ 

বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন সুনীল ছেত্রীকে আটকানোর কৌশল আকছেন। সাংবাদিক সম্মেলনে সরাসরিই বলেছেন,‘ সুনীলকে আমাদের রুখতে হবে। তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আশা করি তাকে রুখতে পারব’। 

দক্ষিণ এশিয়ার তিন তারকা সুনীল ছেত্রী, আলী আশফাক ও জামাল ভ্ইূয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অস্কারের। সেই অভিজ্ঞতা থেকে তার মন্তব্য, ‘সুনীলের সাথে আমি কাজ করেছি। আমি জানি মাঠে তার সক্ষমতা ও শক্তিশালী দিক সম্পর্কে। বিশেষ করে বক্সের মধ্যে সে কত ভয়ঙ্কর। তাকে মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত।’

দক্ষিণ এশিয়ার ফুটবলে তিন অধিনায়কের সঙ্গে কাজ করেছেন অস্কার। এর মধ্যে বর্তমান অধিনায়ক জামালকে এগিয়ে রাখলেন, ‘আমি আরো দুই তারকার সঙ্গে কাজ করেছি। এর মধ্যে আমি জামালকেই এগিয়ে রাখব। সে দলকে যেভাবে নেতৃত্ব দেয় এবং নিজে যেভাবে খেলে।’ 

তিন মাস আগে কাতারে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ০-২ গোলে ভারতের বিপক্ষে হেরেছিল। সেই ম্যাচে সুনীল এক গোল করেছিলেন। ২০১৩ কাঠমান্ডু সাফে সুনীলের নেয়া ফ্রি কিক শটে বাংলাদেশ জয় বঞ্চিত হয়। ২০১৪ সালে গোয়ায় প্রীতি ফুটবল ম্যাচেও গোল ছিল ভারতীয় ফুটবল অধিনায়কের। 

এজেড/এটি