ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব সুখকর নয়। ত্রিশ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। সেখানে ভারতের জয় ১৬টি। আর বাকি ১১ ম্যাচ ড্র। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশের নতুন কোচ অস্কার ব্রুজন ভারতের বিপক্ষেও জয়ের স্বপ্ন দেখিয়েছেন, ‘আমরা ড্র নয়, পূর্ণ তিন পয়েন্টের জন্যই খেলব।’ 

প্রথম ম্যাচে জয়ের পর আগামীকাল মালের রাশমিধান্ধু স্টেডিয়ামে তিন পয়েন্ট পেলে ফাইনালে পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন সম্পর্কে অস্কার বলেন, ‘এটা আমাদের জন্য সুযোগ। তারা শূন্য হাতে শুরু করবে আমরা তিন পয়েন্ট নিয়ে খেলব। এই ম্যাচে জিতলে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকব। ’ 

ভারতের কোচ ইগর স্টিমাচ অবশ্য অন্য রকম ভাবছেন, ‘বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে কিছুটা এগিয়ে রয়েছে। তবে আরেক দিক থেকে আমাদের জন্য ভালো হয়েছে। তারা আগে খেলায় আমরা তাদের সম্পর্কে জানি। তারা আমাদের এখনো জানে না।’ অস্কার ভারতের বর্তমান পারফরম্যান্স নিয়ে খুব উদ্বিগ্ন নন, ‘তারা নেপালে দুইটি ম্যাচ খেলেছে। একটি জিতেছে আরেকটি ড্র। তারা খুব যে ভালো অবস্থানে আছে তা নয়।’

ভারতের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না সেটা স্বীকারও করেছেন এই স্প্যানিশ কোচ, ‘ম্যাচটি সহজ হবে না অবশ্যই। ভারত প্রথম ১৫-২০ মিনিট খুব মরিয়া হয়ে আক্রমণ করার চেষ্টা করবে।’ ভারতের মতো দলকে হারাতে হলে গোল করতে হবে। বাংলাদেশের সমস্যা গোল স্কোরিং। গোল স্কোরিং নিয়ে কোচের মন্তব্য, ‘গোলের দায়িত্ব সুনির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নয়, আমার দলে সবাই গোলের জন্য প্রস্তুত। যে কেউ গোল করতে পারে।’ 

ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চ্যালেঞ্জ জামালের, ‘মাঝমাঠে নিয়ন্ত্রণ আমরা রাখতে চাই। আশা করি সেটা পারব।’

এজেড/