হঠাৎ পাল্টে গেছে দৃশ্যপট। মালে স্টেডিয়ামের ডাগআউটে থাকার কথা ছিল ব্রিটিশ কোচ জেমি ডে’র। তার পরিবর্তে এখন দলকে নির্দেশনা দিচ্ছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। জেমি নিজ দেশ সুদূর ইংল্যান্ডে থাকলেও সাফ খেলা দেখছেন। 

আজ সোমবার কিছুক্ষণ পর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এই ভারতের বিপক্ষে ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে জেমির কোচিংয়ে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। ফিরতি লেগে মাস তিনেক আগে কাতারে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে জেমি ডে’র প্রত্যাশা, ‘আমি অবশ্যই চাই বাংলাদেশ জিতুক।’

ভারতের বিরুদ্ধে দলের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ নয়। জেমির চাওয়া কি আদৌ পূরণ করতে পারবেন জামালরা। এই প্রসঙ্গে তার মন্তব্য, ‘আমি এখন শুধুই একজন সমর্থক। এর বেশি কিছু নই। আমার চাওয়াটা সমর্থক হিসেবেই। দলের সব বিষয় দেখভাল করছে অস্কার। তিনিই ভালো বলতে পারবে।’ 

জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তি এখনো বহাল। অস্কার মূলত বসুন্ধরা কিংসের কোচ। সাফের জন্যই তিনি দায়িত্ব নিয়েছেন। নভেম্বরে শ্রীলঙ্কার চার জাতির টুর্নামেন্ট আছে। ফুটবলাঙ্গনে আলোচনা নভেম্বরে আবার জেমির হাতে দায়িত্ব আসতে পারে। তবে জেমি সে রকম মনে করেন না, ‘এ রকমটা হবে আমি ভাবি না।’ 

লন্ডন থেকে জেমি সাফের প্রথম ম্যাচ দেখেছেন। অনলাইনে দেখে তার কাছে বাংলাদেশেল পেনাল্টিটি ভারতীয় কোচের মতোই লেগেছে, ‘মনে হচ্ছিল হ্যান্ডবলটি বক্সের বাইরে। কঠিন কল ছিল রেফারির। এ রকম সিদ্ধান্ত হতেই পারে।’ 

এজেড/এটি