সর্বশেষ ট্রফিটা এসেছিল ২০১৭ সালে। এরপর দীর্ঘ তিনটি বছর পার হলেও ওল্ড ট্র্যাফোর্ড আর মাতেনি বুনো উল্লাসে। জোসে মরিনিওকে সরিয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওলে গানার সোলশায়ারকে দায়িত্ব দেয়া হয়েছিল এই ট্রফি খরা ঘুচাতে। কিন্তু অপেক্ষার প্রহর ক্রমশই বাড়ছে। এই মৌসুমের দলবদলে ক্রিশ্চিয়ানো রোনালদো, রাফায়েল ভারান, জর্ডান সাঞ্চোকে দলে ভিড়িয়েও নিজেদের সেরাটা খেলতে পারছে না ইউনাইটেড। 

ভিয়ারিয়ালের বিপক্ষে রোনালদোর শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পেলেও ম্যানইউ খেলোয়াড়দের অগোছালো ফুটবল ছিল চোখে পড়ার মতো। ভুল পাস আর অপরিকল্পিত বিল্ডআপের খেসারত দিয়েছে তারা পুরো ম্যাচ জুড়েই। তার উপর রক্ষণভাগও ছিল ছন্নছাড়া। সবশেষ গুঞ্জনের সৃষ্টি হয়েছে এভারটনের বিপক্ষে ঘরের মাঠে ড্র করার পর রোনালদোর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায়। দলের সবচেয়ে বড় তারকার এমন অসন্তোষের পর প্রশ্ন উঠেছে ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও।

এভারটনের বিপক্ষে খেলাটিতে সিআর সেভেনকে শুরুর একাদশে রাখেননি কোচ সোলশায়ার। রোনালদোর অভিব্যক্তিই বলে দিচ্ছিল এমন সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি তার। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য মাঠে নামেন তিনি। যদিও বলার মতো কিছু করতে পারেননি এ ম্যাচে। তবে খেলাটি শেষ হওয়ার পর গোমড়া মুখে মাঠ ছাড়তে দেখা যায় পর্তুগিজ সুপারস্টারকে। এভারটন খেলোয়াড় আন্দ্রোস টাউনসেন্ড কথা বলতে আসলেও তাকে ফিরিয়ে দেন রোনালদো।  

সাবেক রেড ডেভিল তারকা ও ভ্যালেন্সিয়ার বহিষ্কৃত কোচ গ্যারি নেভিলের মোটেও ভালো লাগেনি সর্বকালের অন্যতম সেরার এমন আচরণ। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি পুরো খেলাটি দেখেছি এবং তার চলে যাওয়াটাও। আমি বলতে পারব না আমি এটা পছন্দ করেছি। তার এসব আচরণ যে ম্যানেজারের উপর বাড়তি চাপ তৈরি করবে এতটুকু বোঝার মতো বুদ্ধি তার আছে।’

ভারান, রোনালদো এবং সাঞ্চোর অন্তর্ভুক্তির পর সাবেক সতীর্থ সোলশায়ারের উপর চাপ আরও বেড়েছে বলে মনে করছেন নেভিল। তিনি বলেন, ‘এটা অনেক চাপ সৃষ্টি করে। সে জানে তাকে জিততে হবে। যখন আপনার হাতে এমন খেলোয়াড়রা থাকবে এবং তিন চার বছর আপনি ট্রফিহীন কাটাবেন তখন আপনাকে জিততেই হবে।’

তবে সোলশায়ারকে স্বার্থপর হতে পরামর্শ দিয়ে এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘তাকে আরও স্বার্থপর হতে হবে। তাকে সঠিকভাবে ক্রিশ্চিয়ানোকে সামলাতে হবে। ওকে (রোনালদো) বলতে হবে দেখ, এরপর থেকে রাগ দেখাতে হলে ড্রেসিংরুমে দেখিও।’

তবে রোনালদোও যে একেবারে লক্ষী ছেলেটি নন তা ভালো করেই জানা আছে সিআর সেভেনের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা নেভিলের। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো (রোনালদো) ভেড়া নয়। সে কখনোই বলবে না, আমি আর কিছু বলব না। তেমন পরিস্থিতিতে সে তার ক্ষোভ ঠিকই প্রকাশ করবে।’

উল্লেখ্য ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে ওলের ইউনাইটেড। আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১৬ অক্টোবর লেস্টার সিটির মাঠে তাদের বিপক্ষে লড়বেন রোনালদো-পগবারা।

এআইএ/এটি