বাংলাদেশের দারুণ ড্রয়ের পর নয়নের জন্মদিন উদযাপন
আজ (মঙ্গলবার) বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নের জন্মদিন। জন্মদিনের উদযাপনের ভালো মন্দ নির্ভর করছিল গতকালের ভারত-বাংলাদেশ ম্যাচের ওপর। গতকাল ভারতের বিরুদ্ধে স্মরণীয় ড্র হওয়ায় আজ নয়নের জন্মদিন উদযাপন ভালোই হয়েছে।
সকালে হেনভিরু অনুশীলন মাঠে জাতীয় ফুটবলার ও কোচিং স্টাফের সকলে নয়নের জন্মদিন উদযাপন করেন। অনুশীলন শেষে গোলরক্ষক কোচ নয়ন বলেন, ‘আজকের দিনটি এমন সুন্দর উপলক্ষ হতো না যদি ভারতের বিরুদ্ধে ড্র না হতো।’ ভারতের বিরুদ্ধে ড্রয়ের জন্য তিনি গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বিশেষ ধন্যবাদ জানান, ‘জিকো কালকের ম্যাচে ভালো খেলেছে। দুই তিনটি দুর্দান্ত সেভ করেছে। ড্রয়ের পেছনে তার অবদান রয়েছে।’
বিজ্ঞাপন
বাংলাদেশের পরবর্তী ম্যাচ মালদ্বীপের বিরুদ্ধে। স্বাগতিক মালদ্বীপে রয়েছে আলী আশফাকের মতো ফরোয়ার্ড। আলী আশফাক ও মালদ্বীপের বিরুদ্ধে লড়তে গোলরক্ষকদের প্রস্তুত করছেন নয়ন, ‘জিকো গত দুই ম্যাচ খেলেছে। পরের ম্যাচেই যেই খেলুক তিন জন গোলরক্ষকই প্রস্তুত থাকবে খেলার জন্য। মালদ্বীপকে রুখার জন্য তারা মানসিকভাবে ও টেকনিক্যালি প্রস্তুত।’
গোলরক্ষকদের কাছে কোচ নয়নের বার্তা, ‘প্রতি ম্যাচেই আমার বার্তা থাকে সেরাটা দাও। কে কখন ইনজুরিতে পড়বে জানে না। তিন জন গোলরক্ষকের মধ্যে একজন খেলে। বাকি ২ জন তাকে সহায়তা করে সব সময়।’
বিজ্ঞাপন
এজেড/এমএইচ