আগামীকালের (শনিবার) ফাইনালিস্ট দুই দলকেই মালের বাইরে রিসোর্টে রেখেছে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন। মালেতে আসতে হলে দুই দলকে ভারত মহাসাগর পাড়ি দিতে হয়। আজ একটু বেশি বাতাস বইছে। এজন্য সাগর কিছুটা উত্তাল। ফলে মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। 

আজ স্থানীয় সময় আড়াইটা থেকে তিনটা ভারত ও সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত নেপালের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার জন্য মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন স্থগিত করেছে। আগামীকাল ফাইনালের সংবাদ সম্মেলন কিছুক্ষণ পর জুমে অনুষ্ঠিত হবে। 

ভারত মহাসাগরের উপরই অবস্থিত মালদ্বীপ। মহাসাগরকে ঘিরে তাদের জীবনযাত্রা। আবহাওয়ার উপর নির্ভর করে সাগরের আচরণ। আজ মালদ্বীপে একটু বেশি বাতাস বইছে। বাতাস বেশি থাকলেও অবশ্য আবহাওয়া রৌদ্রজ্জ্বল। 

এজেড/এমএইচ/এনইউ