এখনো দুঃস্বপ্ন তাড়া করে রাকিবকে
জাতীয় ফুটবল দলে মেধাবী ফুটবলারদের মধ্যে অন্যতম মিডফিল্ডার রাকিব হোসেন। সাফে তার একটি ব্যাকপাসেই বাংলাদেশকে ফেলেছিল বেকায়দায়। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেই পাস এখনো পোড়ায় রাকিবকে।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে রাকিব সাংবাদিকদের বলেন, ‘আসলে সেই পাসটি আমাকে এখনো ভাবায়। নিজের কাছে ভাবতেই খারাপ লাগে অনেক।’ মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল নেপালের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
৭৫ মিনিটের সময় নেপালের অর্ধ থেকে লম্বা ব্যাক পাস করেন রাকিব। নেপালের ফরোয়ার্ড বল প্রায় ধরে ফেলছিলেন। এজন্য আগেভাগে বক্সের বাইরে এসে ক্লিয়ার করতে গিয়ে বল হাতে লাগে গোলরক্ষক জিকোর। ফলে সরাসরি লাল কার্ড। দশ জনের দল বাংলাদেশ শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
১৭ দিন পেরিয়ে গেলেও সেই পাস এখনো আলোচনায় ফুটবলাঙ্গনে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দাড়িয়ে সেই পাসকে স্মরণ করলেন আবার, ‘নেপালের ফরোয়ার্ডকে আমি সেভাবে দেখিনি। আমি ভেবেছিলাম জিকোকে খুব ভালোভাবে বল দিতে পারব। আসলে আমার দেওয়াটা ভালো হয়নি। আমার পরিকল্পনা ছিল রিবিল্ড আপ করার। জিকোকে বল দেব, জিকো আবার আমাকে দেবে।’
সেই ব্যর্থতা আসন্ন শ্রীলঙ্কা সফরে ঘোঁচাতে চায় বাংলাদেশ। দলের অন্যতম ফরোয়ার্ড ইব্রাহিম শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিতে চান। সাফল্য আনতে হলে প্রয়োজন গোল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমস্যা স্কোরিং।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কায় সেই স্কোরিং দুর্বলতা কাটাতে চান এই ফরোয়ার্ড, ‘আমরা শ্রীলঙ্কায় ভালো খেলে গোল করে দলকে জেতাতে চাই।’
এজেড/এমএইচ