জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বাবা হয়েছেন গতকাল (সোমবার)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি কন্যা সন্তানের পিতা হয়েছেন। বিশ্বনাথের স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। 

বিশ্বনাথ পরিবারের পাশে থাকতে আসন্ন শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। তার মতো বাবা হতে চলছেন ফরোয়ার্ড মতিন মিয়া। তিনিও নিজেকে সরিয়ে রেখেছেন জাতীয় দল থেকে। ডিফেন্ডার আতিকুজ্জামান জাতীয় দলে ডাক পেলেও তিন ক্লাব থেকে টাকা নেওয়ায় আসছেন না ক্যাম্পে। 

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন। আজ থেকে অনুশীলন করবেন। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর শ্রীলঙ্কা সফরে খেলার সম্ভাবনা কম। 

তিনি ফিনিশ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সেটি পেতে আরও সময় লাগবে। কোচ ল্যামোসও তারিকের সম্ভাবনা তেমন দেখছেন না, ‘মনে হচ্ছে তারিক আমাদের সাথে যেতে পারে। আমাকে বিকল্প ভেবে রাখতে হচ্ছে।’

শ্রীলঙ্কা সফরে তারিকের বিকল্প হতে পারে ইয়াসিন খান। প্রথম দুই দিন ক্যাম্পে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে ল্যামোসের অনুশীলন করছেন। 

এজেড/এমএইচ