করোনায় দক্ষিণ এশিয়ার ফুটবল অনেকটা থমকে ছিল৷ মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশীপের মাধ্যমে সাফের জট খুলেছে। এবার ১১ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফ অ-১৯ নারী ফুটবল। 

বাংলাদেশ এবারের স্বাগতিক। বাফুফের পরিকল্পনা ছিল এই টুর্নামেন্ট কক্সবাজারে করার। সেই পরিকল্পনা থেকে সরে এসে কমলাপুর স্টেডিয়ামে আয়োজন করছে সাফের আসর৷ কমলাপুর স্টেডিয়ামে সংস্কার কাজ হওয়ায় ফ্লাডলাইট, ড্রেসিংরুমে উন্নতি হয়েছে তাই বাফুফে আন্তর্জাতিক আসর আয়োজনের উদ্যোগ নিয়েছে। 

স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান খেলবে এই আসরে। পাঁচ দল হওয়ায় প্রত্যেকে চারটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। বাংলাদেশ দল ৩০ অক্টোবর থেকে অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘২৬ জন নিয়ে আমাদের অনুশীলন হচ্ছে। আমরা চেষ্টা করব শিরোপা জেতার।’ 

অ-১৯ নারী সাফে বাংলাদেশের সূচি
১১ ডিসেম্বর নেপাল সন্ধ্যা ৭টা 
১৩ ডিসেম্বর ভুটান বিকেল ৩টা 
১৭ ডিসেম্বর ভারত বিকেল ৩টা 
১৯ ডিসেম্বর শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা 
২২ ডিসেম্বর (সম্ভাব্য) ফাইনাল সন্ধ্যা ৬টা

এজেড/এনইউ