রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাস। ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও ফিরে এসেছেন নিজেকে প্রথম ভালোভাবে চেনানো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর করছেন একের পর এক গুরুত্বপূর্ণ গোল। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ সময়ে এসে গোল করে দলকে জিতিয়েছেন বেশ কয়েকবার।

৩৬ বছর বয়সী এই তারকার গোল করার ক্ষমতায় মুগ্ধ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। শনিবার সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ম্যাচে রোনালদোর ম্যান ইউর মুখোমুখি হবে তার দল। এর আগে গার্দিওলা বলেছেন, ৭৫ বছর বয়সেও গোল করবেন পর্তুগিজ তারকা।

গার্দিওলা বলেন, ‘সে পুরো জীবনই গোল করবে। তার যখন ৭৫ বছর বয়স হয়ে যাবে, হয়তো সে অবসর নিয়ে নিবে। তখনও যদি খেলতে নামে, সে গোল করবে। মেসি বা রোনালদো ধরনের ফুটবলাররা গত দশকে যা করেছে। গোলের পর গোল করে আবার গোল করেছে, নিজের দলকে জিততে সাহায্য করেছে। এটা এমনিতেই তাদের হয়ে কথা বলে।’ 

রোনালদোর ফিরে আসাটা প্রিমিয়ার লিগ ও ইউনাইটেডের জন্য ভালো ব্যাপার বলে মনে করেন গার্দিওলা, ‘এটা প্রিমিয়ার লিগের জন্য ভালো ব্যাপার যে সে ফিরে এসেছে। ইউনাইটেডের ভেতর ক্রিশ্চিয়ানো আছে, তার ভেতর ইউনাইটেড। এটা খুব মানানসই। হয়তো বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। আমরা দেখবো কী হয়।’

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্তাস ছাড়তে চান। এমন গুঞ্জন শোনা যাওয়ার পর থেকেই তাকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষ পর্যন্ত নিজের পুরোনো ক্লাবেই ফিরেছেন রোনালদো। ম্যান সিটি কি সত্যিই রোনালদোকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি ছিল?

গার্দিওলা বলছেন, ‘আপনার এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। ওলে বলেছে সে ভাবতেও পারে না রোনালদো সিটির হয়ে খেলবে। আপনার তাদেরকেই জিজ্ঞেস করতে হবে। তারা একে অপরকে পেয়ে খুশি কি না, সেটাই আসলে জরুরি ব্যাপার।’

এমএইচ