দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তি বাদল রায় সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়েছেন গত বছর ২২ নভেম্বর। আগামী ২২ নভেম্বর প্রয়াত এই ক্রীড়া ব্যক্তিত্বের এক বছর পূর্ণ হবে। তবে বাদল রায়ের পরিবার বাংলা তিথি অনুযায়ী আগামীকাল (শুক্রবার) বাদল রায়ের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের দিনক্ষণ ঠিক করেছে। রাজধানীর টিকাটুলির জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠে এই অনুষ্ঠান আয়োজন হবে। বাদল রায়ের পরিবার ক্রীড়াঙ্গনের অনেককে আগামীকালের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছে। 

বাদল রায় জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ। দেশের অন্যতম তারকা ফুটবলারদের একজন ছিলেন। ঢাকা মোহামেডানের অধিনায়ক ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি সংগঠক। ডাকসুর ক্রীড়া সম্পাদক ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষের পর ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ হিসেবে জীবন অতিবাহিত করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক, সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক ছিলেন দীর্ঘদিন। 

বাদল রায় ২০১৭ সালে ব্রেন স্ট্রোক করেন। প্রধানমন্ত্রীর সহায়তায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ফিরলেও পরিপূর্ণ স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি। করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ লিভার ক্যান্সারে ভুগে তিনি গত বছর ২২ নভেম্বর বিকেল ৫.৩০টায় পরলোকগমন করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে যান। 

এজেড