এই জার্মানিকে থামাবে কে?
বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে সবার আগেই। জার্মানি তার পরও সুতোয় ঢিল পড়তে দিচ্ছে না একটু। আগের ম্যাচেই লিখটেনস্টেইনকে গুণে গুণে ৯ গোল দিয়েছিল দলটি। ২০১৪ এর বিশ্বজয়ীরা এবার গোল উৎসব করলো আর্মেনিয়ার বিপক্ষেও। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে দলটি জয় তুলে নিয়েছে ৪-১ ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করা জার্মানরা এগিয়ে যায় ম্যাচের ১৫ মিনিটে। গোলটি করেন চেলসি ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ। বিরতির একটু আগে পেনাল্টি পায় দলটি। গোলের খাতায় নাম লেখান আগের ম্যাচেও লক্ষ্যভেদ করা ইলকায় গুন্দোয়ান। বিরতি থেকে ফিরেও গোল পান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। ৫০ মিনিটে গুন্দোয়ানের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জড়ায় জালে।
বিজ্ঞাপন
পুরো ম্যাচেই বিবর্ণ থাকা আর্মেনিয়া ৫৯ মিনিটে গোল করে ব্যবধান কমায়। পেনাল্টি থেকে গোলটি করেন সাবেক বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড হেনরিখ মিখিতারিয়ান। তবে জার্মানরা তাদের ৩ গোলের লিড ফেরত পেয়েছে ৫ মিনিট পরই। ইয়োনাস হফমান করেন সেই গোলটি।
ম্যাচের শেষ গোলও ছিল সেটিই। ৪-১ ব্যবধানের দারুণ জয় দিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে জার্মানি। এর ফলে ১০ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে জে গ্রুপের শীর্ষ দলটি হয়ে যায় ডাই মেনশ্যাফটরা। একই গ্রুপে দিনের অন্য ম্যাচে ২০১৮ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ড হেরেছে উত্তর মেসিডোনিয়ার কাছে। ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপের রানার্স আপ হয়ে মেসিডোনিয়ানরা চলে গেছে প্লে অফে। তাতে ইউরোর পর বিশ্বকাপে খেলার স্বপ্নটাও টিকে রইলো দলটির। আগামী ২৬ নভেম্বর নির্ধারিত হবে দলটির প্লে অফ প্রতিপক্ষ, সেখানেই নিজেদের প্রতিপক্ষ কে হবে, তা জানবেন গোরান পানদেভরা।
বিজ্ঞাপন
এনইউ