নিজের সপ্তম ব্যালন ডি অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ত লেভান্ডভস্কিকে। ব্যালন ডি অর মূলত দেওয়া হয় চলতি বছরের পারফরম্যান্সের হিসাব করে। এই বছর কী করেছেন লিওনেল মেসি?

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৬ ম্যাচ খেলে তার পা থেকে এসেছে ৩০ গোল। দল হিসেবে বার্সার পারফরম্যান্স হতাশাজনক হলেও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। ক্লাবটির লা লিগায় তৃতীয় স্থান, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও কোপা দেলরে জয়ের সবচেয়ে বড় কারিগর ছিলেন আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন : লেভান্ডভস্কি ব্যালন ডি অর প্রাপ্য ছিল : মেসি

আঁতোয়ান গ্রিজম্যান ও ফ্রাঙ্কি ডি জংয়েরও অবদান ছিল বেশ, তবে মূল কারণ মেসিই। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেলরের ফাইনালে ২ গোল করেছিলেন তিনি। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচশেষে ট্রফির সামনে দাঁড়িয়ে মেসির সঙ্গে ছবি তুলেছিলেন সতীর্থরা।

চলতি বছরই বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে বার্সেলোনাতে গিয়েছেন মেসি। তবে সেটিও যেন চলতি বছর মেসির দ্বিতীয় আলোচিত ঘটনা। এর আগেই যে বহুল আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছিলেন মেসি।

আরও পড়ুন : আর্জেন্টিনার কোচ ও সতীর্থদের ‘বিশেষ’ ধন্যবাদ দিলেন মেসি

সর্বশেষ ১৯৯৩ সালে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এবারের কোপায় ব্রাজিলকে মারাকানায় হারিয়ে আবারও এই শিরোপা জিতেছে তারা। দেশকে ২৮ বছর পর এই শিরোপা জেতানোর পথে ৬৩০ মিনিট মাঠে ছিলেন মেসি। ৪ গোলের সঙ্গে করেছেন পাঁচ অ্যাসিস্ট। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাও ছিলেন মেসি।

আরও পড়ুন : ইয়াশিন ট্রফি জিততে পারলেন না মার্টিনেজ, জিতলেন ডোনানারুম্মা

পিএসজিতে যোগ দিয়ে এখন অবধি সেভাবে মানিয়ে নিতে পারেননি মেসি। তবে ৩৪ বছর বয়সী তারকা ইতোমধ্যেই ১০ ম্যাচে ৪ গোলের সঙ্গে পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। এসব গোল বা অ্যাসিস্টের বাইরেও পুরো বছরজুড়ে খেলায় দারুণ প্রভাব রেখেছেন মেসি। সবমিলিয়েই তিনি জিতলেন ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি অর।

এমএইচ