বারিধারার ড্রয়ে কোয়ার্টারে শেখ জামাল
স্বাধীনতা কাপে তৃতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। আজ বি গ্রুপে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ১-১ গোলে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে ড্র করে। এই ড্রয়ে বারিধারার তিন ম্যাচশেষে পয়েন্ট দাঁড়ায় দুই। অন্যদিকে শেখ জামালের দুই ম্যাচে চার পয়েন্ট থাকায় তাদের শেষ আট নিশ্চিত হয়।
এই গ্রুপে অন্য দল শেখ রাসেল টানা দুই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। শেখ জামাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বারিধারার সঙ্গে ড্র করায় কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে। বারিধারা আজ বিমানবাহিনীকে হারাতে পারলে জামালের সমান চার পয়েন্ট হতো।
বিজ্ঞাপন
সেক্ষেত্রে শেখ জামালকে শেখ রাসেলের সঙ্গে ড্র করতেই হতো পরের পর্ব খেলতে হলে। এখন শেষ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে হারলেও সমস্যা নেই শেখ জামালের। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে কারণ গ্রুপ রানার্স আপ হলে কোয়ার্টার ফাইনালে মৌসুমের সেরা দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে হবে।
বিদেশি খেলোয়াড়বিহীন বিমানবাহিনী শেষ ম্যাচে জ্বলে উঠেছিল। উত্তর বারিধারার বিপক্ষে তিন পয়েন্ট পেতে চলছিল সার্ভিসেস দলটি। ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল।
৮৩ মিনিটে পেনাল্টি থেকে বারিধারার উজবেক ফুটবলার কোচেয়ভ গোল করলে ম্যাচে সমতা ফেরে। ইনজুরি সময়ের পাঁচ মিনিটে বিমানবাহিনী গোলের সুযোগ পেয়েও মিস করে। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচটি দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে বিমানবাহিনীকে লিড এনে দেন জুয়েল।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ/এটি