ব্যালন ডি’অরের দৌড়ে ভালোভাবেই ছিলেন রবার্ট লেভান্ডভস্কি। শেষ পর্যন্ত অবশ্য হেরে গেছেন লিওনেল মেসির কাছে। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়েই আর্জেন্টাইন তারকা বলেছিলেন, আগের বছরের ব্যালনটা প্রাপ্য ছিল রবার্ট লেভান্ডভস্কির। ২০২০ সালে করোনার কারণে দেওয়া হয়নি ব্যালন ডি’অর।

সেবার অনেকের মতেই এই পুরস্কার প্রাপ্য ছিলেন লেভান্ডভস্কি। তবে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে দেওয়া মেসির বক্তব্যকে ‘ফাঁকা বুলি’ বলেছিলেন তিনি। তবে নিজের বলা কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি লেভান্ডভস্কির।

পোল্যান্ডের এক টেলিভেশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি কখনো বলিনি যে মেসির কথা আন্তরিক না। প্যারিসে অনুষ্ঠানে সে যে বক্তব্য দিয়েছে, সেখানে বলেছে তার মতে আমি ২০২০ ব্যালন ডি অর প্রাপ্য ছিলাম। যেটা আমাকে সত্যিই খুশি করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কেবল বলতে চেয়েছি মেসির কথাগুলো শুনলে খুব হতাম। আমি তার কথাকে সম্মান করি ও তার প্রশংসা করি এবং তাকে আবারও অভিনন্দন জানাতে চাই এবারের ব্যালন ডি অর জেতার জন্য। আমি বিশ্বাস করি দুর্দান্ত একজন খেলোয়াড়ের কাছ থেকে এটা সত্য মন্তব্য, কেবল কথার কথা না। মেসিকে অসৎ বলিনি।’

মেসি রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতার পর বলেছিলেন, ‘তোমার সঙ্গে লড়াই করতে পারাটা সম্মানের, রবার্ট। ২০২০ সালের ব্যালন ডি’অরটা তোমারই পাওনা ছিল।’ কয়েক দিন পরই ওই কথার জবাবে তীর্যক এক মন্তব্য করেছিলেন লেভান্ডভস্কি।

বলেছিলেন, ‘মেসির সঙ্গে লড়াই করছি, এতেই বোঝা যায় আমি কোন পর্যায়ে আছি। আমি এটাকে অনেক বড় মনে করি, আমাকে গর্বিতও করে। কিন্তু ভেতরে একটা দুঃখবোধ কাজ করে, যেটা বেশ কয়েক দিন ছিল। আমি এতেই খুশি যে আমাদের সপ্তাহের মাঝখানে খেলতে হচ্ছে না।’

এমএইচ