মতিঝিল ক্লাব পাড়ায় বাফুফে ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন কক্ষ। অন্য দশ দিনের চেয়ে আজ মঙ্গলবারের দিনটি একটু ভিন্ন। সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বাংলাদেশ ও ভারতের দুই খেলোয়াড়, কোচ ট্রফি নিয়ে পোজ দিলেন। দু’জনই ট্রফির উপর হাত রেখে হাসি মুখে ছবি তুললেন। ২০২১ সালে জামাল ভূঁইয়ারা ব্যর্থ হয়েছেন ফুটবলপ্রেমীদের কিছু দিতে। মারিয়ারা কি পারবেন শেষটায় সাফল্য এনে দিতে। এর জন্য আগামীকাল (বুধবার) রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সাম্প্রতিক পারফরম্যান্স, রেকর্ড, দলীয় শক্তি অবশ্য কথা বলবে বাংলাদেশের হয়ে। তবে ম্যাচটি ফাইনাল বলে মারিয়াদের কোচ গোলাম রব্বানী ছোটন একটু সতর্ক, ‘এই টুর্নামেন্টে গত আসরের চ্যাম্পিয়ন আমরা। এই আসরেও চ্যাম্পিয়ন হতে চাই। গ্রুপ পর্যায়ে ভালো খেলেছি, ফাইনালে আরো ভালো খেলে শিরোপাটা নিজেদের করে নিতে চাই।’

২০১৮ সাল থেকে সাফ অনুর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপ শুরু হয়। ভূটানের মাটিতে বাংলাদেশ নেপালকে ১-০ গোলে হারিয়ে সেই আসরের শিরোপা পায়। করোনার জন্য এই টুর্নামেন্ট পিছিয়ে এই বছরের শেষে হচ্ছে। এএফসি চ্যাম্পিয়নশিপের সঙ্গে সঙ্গতি রেখে সাফের টুর্নামেন্টের বয়সসীমা এক বছর বাড়িয়ে অ-১৯ করা হয়েছে। 

বাংলাদেশ এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছাড়াও আরেকটি বিষয়ে ছোটনদের প্রেরণা রয়েছে। ২০১৭ সালে এই কমলাপুর স্টেডিয়ামেই ভারতকে হারিয়ে বাংলাদেশ সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। চার বছর পর সেই ভেন্যুতেই অ-১৯ এর আসর। সেই অ-১৫ দলের অনেক খেলোয়াড় রয়েছে এই দলে। 

তবে এসব তথ্য, পরিসংখ্যান আবার আমলে নিতে চান না ভারতের কোচ অ্যামবোক্স অ্যালেক্স, ‘তিন বছর আগের হিসেব কষতে চাই না। ফাইনাল ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চাই।’ স্বাগতিকদের বিরুদ্ধে শিরোপা জেতাটা কঠিন সেটা অবশ্য মানছেন এই ভারতীয়, ‘বাংলাদেশ দল হিসেবে অত্যন্ত সংগঠিত এবং স্বাগতিক সমর্থন রয়েছে অনেক। লড়াইটা অনেক কঠিন হবে। ফাইনালের আগে আমি কাউকে এগিয়ে রাখব না সুনির্দিষ্টভাবে। তবে আমার দলের শিরোপা জেতার সামর্থ্য রয়েছে।’

বাংলাদেশ গ্রুপ পর্যায়ে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল। পেনাল্টি থেকে করা সেই গোলের প্রতিবাদ করেছিলেন ভারতীয় কোচ। ফাইনালের আগে অবশ্য রেফারিং নিয়ে তেমন চিন্তিত নন তিনি, ‘ফুটবল ম্যাচে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এটা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।’

বাংলাদেশ চার ম্যাচে ১৯ গোল করেছে। কোনো গোল হজম করেনি। নেপাল গ্রুপের শেষ ম্যাচে এক গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফাইনালের আগে গোলকিপিং নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করলেন কোচ, ‘রুপা চাকমা দারুণ কিপিং করেছে। সে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। আমরা এই পজিশন নিয়ে চিন্তিত নই।’ ভারত চার ম্যাচে ৯ গোল করলেও তারা কার্যকরী ফুটবল খেলতে সক্ষম। নেপালের বিরুদ্ধে একমাত্র জয়সূচক গোলটি করেছেন প্রিয়াঙ্কা দেবী। যার ২০১৭ সালে এই কমলাপুরে সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা রয়েছে।

ফাইনাল
বাংলাদেশ-ভারত
(বুধবার সন্ধ্যা ৬টা, সরাসরি সম্প্রচার টি স্পোর্টস) 
কমলাপুর স্টেডিয়াম 

এজেড/এটি