করোনাভাইরাসের নতুন ধরন যেন দুনিয়াজুড়ে নতুন এক ধাক্কাই দিয়েছে। সংক্রমণের হার বেড়েছে পাল্লা দিয়ে। এবার তারই শিকার হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি, আছেন ব্যক্তিগত আইসোলেশনে।

মূলত বিষয়টি জানা গিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর এক বিবৃতি থেকে। রোনালদোর জীবনের প্রথম ক্লাব ছিল সেটি, যা বর্তমানে আছে তারই মালিকানায়। সেই ক্লাবের ১০১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি রোনালদো। এরপরই ক্লাবের পক্ষ থেকে জানানো হয় রোনালদোর করোনা পজিটিভ হওয়ার খবর। 

রোনালদো দলটা কিনেছেন, বেশিদিন হয়নি অবশ্য। গেল মাসে ক্রুজেইরোকে কিনে নেন তিনি। সেই ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসতে না পারায় তার করোনায় আক্রান্ত হওয়ার ফিসফাস শুরু হয় স্থানীয় সংবাদ মাধ্যমে। এরপর ক্লাবের পক্ষ থেকে আসা বিবৃতিতেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সেখানে বলা হয়, ‘তার শরীরে মৃদু উপসর্গ থাকলেও ৪৫ বছর বয়সী স্ট্রাইকার সুস্থই আছেন। মেডিক্যাল বোর্ডের নির্দেশনা মেনে নিয়ে তিনি এখন আইসোলেশনে আছেন।’

রোনালদো খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ তো জিতেছেনই, তার ব্যক্তিগত শিরোপার তালিকায় আছে বিশ্বকাপের গোল্ডেন বল, গোল্ডেন বুট, ফিফা বর্ষসেরার পুরস্কারও। এমন সোনায় মোড়ানো ক্যারিয়ারের শুরুটা সেই ক্রুজেইরোতেই করেছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে ১৯৯৩ সালে অভিষেক হয় তার। বেলো হরিজন্তের এই ক্লাবে তিনি ৫৮ ম্যাচে করেন ৫৬ গোল। এরপর বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ ইউরোপের শীর্ষ অনেক ক্লাবেই খেলেছেন তিনি।

ক্রুজেইরো আর্থিক সঙ্কটে ছিল অনেক দিন ধরে, যার ছাপ পড়ছিল পারফর্ম্যান্সেও। রোনালদোর সাবেক এই ক্লাব গত বছর সিরি-বি মৌসুমে ১৪ তম স্থানে থেকে লিগ শেষ করেছিল। ক্লাবের এই দুর্দিনেই তিনি গত বছর পাশে এসে দাঁড়ান তিনি। ব্রাজিলীয় সংবাদ মাধ্যমের দাবি, ক্লাবটির সিংহভাগ অংশ কিনে নিতে তাকে খরচ করতে হয়েছে ৬১৭ কোটিরও কিছু বেশি টাকা। এর আগে স্প্যানিশ দল রিয়াল ভায়াদোলিদের একটা অংশ কিনে নিয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

এনইউ