ব্রাদার্সের সেলিম আর নেই
নিউজিল্যান্ডে যখন বাংলাদেশ ক্রিকেট দল জয়ের দ্বারপ্রান্তে সেই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনে আসে এক দুঃসংবাদ। জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ সহিদ উদ্দিন সেলিম ইন্তেকাল করেছেন। আজ বুধবার ভোরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সেলিমের সতীর্থ ও ভগ্নিপতি হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘সেলিম ক্যান্সারে আক্রান্ত ছিল। মাঝে কিছুটা সুস্থও হয়েছিল। এরপর হঠাৎ অবস্থার অবনতি হয়। গতকাল রাত আটটায় আজগর আলী হাসপাতালে নেয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আমি দীর্ঘদিনের বন্ধুকে হারালাম।’
বিজ্ঞাপন
আজগর আলী হাসপাতাল থেকে লাশ গোপীবাগের বাসায় আনা হচ্ছে। দুপুর দুইটায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে সেলিমের বাবা মায়ের সাথে চিরশায়িত হবেন।
ঘরোয়া ফুটবলের তৃতীয় শক্তি ব্রাদার্স ইউনিয়ন। সেই ব্রাদার্স ইউনিয়নের পুনর্জাগরণের অন্যতম নায়ক সেলিম। তাদের বাসাতেই ব্রাদার্সের ক্যাম্প হতো। ব্রাদার্স ইউনিয়নের জন্য তার অবদান অনেক। ব্রাদার্স ইউনিয়নের অধিনায়কও ছিলেন সেলিম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক থাকলেও সেলিমের পরিচিতি ব্রাদার্সের সেলিম হিসেবে।
বিজ্ঞাপন
বাংলাদেশের ফুটবল ইতিহাসে মাত্র একবারই এশিয়া কাপের মুল পর্বে খেলেছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ দলের আর্মব্যান্ড ছিল সেলিমের হাতে। খেলোয়াড়ী জীবন শেষে ব্রাদার্স ইউনিয়ন, জাতীয় ফুটবল দলে কোচিং করিয়েছেন। সবশেষ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
এজেড/এটি