১৯৩৩ সালে প্রতিষ্ঠিত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাব। ৮৮ বছর ইতিহাসে দেশের ফুটবলের শীর্ষ স্তরে কোনো শিরোপা নেই ক্লাবটির। দুই মৌসুম আগে ফেডারেশন কাপের রানার্স আপই পুরান ঢাকার ক্লাবের শ্রেষ্ঠ অর্জন।
 
দুই বছর আগে রানার্স আপ হলেও এবার ফাইনালে নিজেদের ক্লাবের ইতিহাস তৈরি করতে চান অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ, ‘যেহেতু ফাইনাল ম্যাচ ভিন্ন ম্যাচ, ইতিহাসের দ্বারপ্রান্তে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের রিবাউন্ড মেন্টালিটি, দ্রুত কামব্যাক করতে পারি। সবাই ইতিহাসের অংশ হতে চাই।’ 

ইতিহাস তৈরি করতে চাইলেও প্রতিপক্ষ আবাহনীকে খানিকটা এগিয়ে রাখছেন, ‘আবাহনী আমাদের কাছে ফেডারিট। আবাহনী শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করছি। জমজমাট লড়াই দেখতে পারবেন ইনশাল্লাহ।’

সৈয়দ গোলাম জিলানী নিজেও সাবেক ফুটবলার। দীর্ঘদিন ঘরোয়া ফুটবলে কোচিং করাচ্ছেন। দুই বছর আগে বসুন্ধরা কিংসের কাছে হেরে ব্যর্থ হলেও এবার সফল হতে মরিয়া, ‘তিনটা ম্যাচ খেলে আমরা ফাইনালে এসেছি, তিনটি দলই দেশের কঠিন প্রতিপক্ষ। এখন আমাদের প্রতিপক্ষ আবাহনী। আবাহনী অনেক ভালো দল, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমরা চেষ্টা করব ভালো একটা খেলা উপহার দিয়ে ট্রফি আদায় করা যায় কি না।’ 

নিজের দলের সীমাবদ্ধতার কথাও স্বীকার করলেন, ‘রহমতগঞ্জ ঐতিহ্যবাহী ক্লাব চেষ্টা করে ভালো দল গঠনের। আমাদের জন্য কষ্ট হয়ে যায় আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায়।’
 
এজেড/এমএইচ