সময় পেলেই ধানমন্ডিতে রিকশায় ঘুরে বেড়ান কলিন্দ্রেস
ঘরোয়া ফুটবলে এখন সবচেয়ে আলোচিত ফুটবলারের নাম ড্যানিয়েল কলিন্দ্রেস। দুই বছর আগে বসুন্ধরা কিংসকে ফেডারেশন কাপ, লিগ জিতিয়েছিলেন। এক মৌসুম বিরতি দিয়ে আবার বাংলাদেশে খেলতে এসেছেন। এবার বসুন্ধরার প্রতিপক্ষ দল আবাহনীর হয়ে খেলছেন কলিন্দ্রেস।
নতুন পরিচয়ে বাংলাদেশে এসেছেন মাস দু’য়েক। এর মধ্যে মিডিয়ায় সেভাবে কথা বলেননি ২০১৮ বিশ্বকাপে খেলা কোস্টারিকান এই ফুটবলার। আজ আবাহনীর ডাবল শিরোপা উদযাপন অনুষ্ঠানে কলিন্দ্রেস তার নিরবতা ভেঙেছেন কিছুটা।
বিজ্ঞাপন
নতুন ক্লাব আবাহনীর সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছেন। ধানমন্ডি এলাকা উপভোগ করছেন। সময় সুযোগ পেলে রিকশায় ধানমন্ডি এলাকা ঘোরাঘুরি করেন। বাংলায় মজা করে বোঝালেন, ‘ডানে, বামে আস্তে’। বাংলাদেশে থেকে কিছু বাংলা শব্দও শিখে ফেলেছেন ইতোমধ্যে। উদযাপন অনুষ্ঠানে কয়েক সেকেন্ডের বক্তব্য দিয়েছেন বাংলায়। তার সতীর্থরা মজা করে দুপুরের অনুষ্ঠান হলেও তাকে দিয়ে শুভরাত্রি বলিয়েছেন।
খুনসুটি ও হাল্কা গল্পের মধ্যে উঠল আবাহনী ও বসুন্ধরার মধ্যে সুযোগ-সুবিধার পার্থক্যের বিষয়টি। এ নিয়ে কোনো মন্তব্য করলেন না এই বিশ্বকাপে খেলা এই ফুটবলার, ‘এটা নিয়ে আমি কিছু বলব না। আবাহনীর হয়ে খেলছি ও উপভোগ করছি।’
বিজ্ঞাপন
আবাহনীর হয়ে দুটো শিরোপা ইতোমধ্যে জিতেছেন। বাংলাদেশের ফুটবলে তাকে নিয়ে অনেক উন্মাদনা। এ বিষয়টি কোস্টারিকার মিডিয়ায় এসেছে। এটি চোখ এড়ায়নি তারও, ‘আমি দেখেছি। এটা দুই দেশের ফুটবলারদের জন্য ভালো বিষয়।’ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সাফল্য নেই। বাংলাদেশ ফুটবল দলের জন্য তার পরামর্শ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই ব্যাপারে মন্তব্য করা আমার ঠিক হবে না। বিষয়টির সাথে আমি সম্পৃক্তও না।’
এজেড/এটি