রেফারিং ও বাফুফের শোকজ নিয়ে হঠাৎ উত্তপ্ত ফুটবলাঙ্গন। সাম্প্রতিক সময়ে অন্য সংস্থার মতো দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও বাফুফের লিগ্যাল অফিসারের চিঠি পেয়েছিল। এর প্রেক্ষিতে উল্টো বাফুফেকে কড়া চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

৬ জানুয়ারি ফেডারেশন কাপে মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টে মোহামেডানের কর্মকর্তা ও খেলোয়াড়ের রেফারির সঙ্গে অসদাচরণের বিষয়টি উল্লেখ ছিল। এর প্রেক্ষিতে ক্লাবটির ডিরেক্টর ইনচার্জকে ৯ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ্যাল অফিসার চিঠি দেন।

সেই চিঠির বিপরীতে ৬টি পয়েন্টে আজ বাফুফের সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ এফ অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশীদ এমপি। চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘বাফুফের লিগ্যাল অফিসারের নামে ক্লাব প্রেসিডেন্ট বা ডিরেক্টর ইনচার্জকে (বাফুফের সভাপতি বা সাধারণ সম্পাদকের পরিবর্তে) পত্র প্রেরন বিধিসম্মত কিনা তার ব্যাখ্যা আমাদের জানা নেই। লিগ্যাল অফিসারের পত্র তাই এখতিয়ার বহির্ভূত।’

চিঠিতে সেমিফাইনালে রেফারিং ও চক্রান্তের শিকারে বিষয়টি উল্লেখ করেছে মোহামেডান এভাবে, ‘মোহামেডান যাতে ফাইনালে উঠে ফুটবলের বর্তমান ক্রান্তিলগ্নে যাতে অবদান না রাখতে পারে তার জন্য রেফারি ওই ম্যাচে ভূমিকা রেখেছেন। রেফারি হ্যান্ডবলের কারণে স্পষ্ট পেনাল্টি ও লালকার্ড দেওয়ার অপরাধ ঢাকতে গিয়ে মোহামেডানের বিরুদ্ধে মনগড়া রিপোর্ট দিয়েছেন। ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড় খেলা শেষে নিজ অবস্থান থেকে ক্ষোভ প্রকাশ করেছেন। রেফারিকে দৈহিক আক্রমণও করা হয়নি। ভিডিও ফুটেজে স্পষ্ট যে, মোহামেডান শুধু দু:খ ও মৃদু প্রতিবাদ করেছে। আমাদের কাছে মনে হয়েছে, রেফারিবৃন্দ, লিগ্যাল অফিসার ও ফুটবলের একটি মহল মোহামেডানকে হেনস্তা করার চেষ্টা করছে।’

মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ চিঠিতে আরও উল্লেখ করেন, ‘আমরা এই মর্মে আর নিশ্চিত হয়েছি যে, মোহামেডান তথা ফুটবলকে ক্ষতিগ্রস্থ করার জন্য একজন লিগ্যাল অফিসারকে দিয়ে অসম্মানজনকভাবে একদিন সময়ে চিঠির উত্তর দেওয়ার আদেশ জারি করেছেন। যা মোহামেডানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।’ 

এই চিঠির পাশাপাশি আজ বিকেলে মোহামেডানের শীর্ষ কর্তারা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই আলোচনায় সেমিফাইনালে রেফারিং সহ সাম্প্রতিক ফুটবলের নানা বিষয় আলোচনা হয়। বাফুফে সভাপতি মোহামেডান কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে আশ্বাস দেন। আজ সৌজন্য সাক্ষাৎয়ের সময় মোহামেডানের প্রতিনিধি দলে ছিলেন ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, পরিচালক শফিউল ইসলাম  মহিউদ্দিন এমপি, পরিচালক এ জিএম সাব্বির, ক্লাবের স্থায়ী সদস্য ফাহাদ করিম, মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন। 

এজেড/এনইউ