ক্লাব পর্যায়ে এশিয়ায় দ্বিতীয় সারির প্রতিযোগিতা এএফসি কাপ। আজ (সোমবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই ড্রয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ডি গ্রুপে পড়েছে। 

ডি গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা এফসি, মালদ্বীপের মাজিয়া স্পোর্টিং। গ্রুপের চতুর্থ দলটি আসবে প্লে অফ থেকে। 

গতবার বসুন্ধরা কিংস দুর্দান্ত দল গড়েও এএফসি কাপের পরের রাউন্ডে যেতে পারেনি। এবার পারে কিনা সেটা দেখার বিষয় । 

এএফসি কাপের সেমিফাইনালের প্লে অফ খেলেছিল ঢাকা আবাহনী। এবার ঢাকা আবাহনী মুল পর্বে খেলার জন্য প্লে অফ খেলতে হবে৷ এখন পর্যন্ত তথ্য মতে, করোনার জন্য এবার সেন্ট্রাল ভেন্যুতে গ্রুপের খেলা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস স্বাগতিক হতে চায়।

এজেড/এমএইচ