বার্সেলোনা ও ওসমান দেম্বেলের মধ্যে তৈরি হওয়া জটিলতা এখন পুরো বিশ্বজুড়ে আলোচনায়। বড় আশা নিয়ে এই ফ্রান্সের তরুণকে দলে ভিড়িয়েছিল বার্সা। বরুশিয়া ডর্টমুন্ড থেকে আনতে খরচ করেছিল ১৪০ মিলিয়ন ইউরো। কিন্তু কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে বেশির ভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন দেম্বেলে।

আগামী জুনে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার। এর আগেই দেম্বেলের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল বার্সা। কিন্তু দেম্বেলে এমনই বেতন চেয়েছেন, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। বার্সেলোনা তাই স্পষ্টই জানিয়ে দিয়েছে, দেম্বেলেকে বিক্রি করে দেবেন তারা। 

এর মধ্যেই দেম্বেলেকে ধুয়ে দিয়েছেন বার্সার সাবেক তারকা ক্রিস্টো স্টোইচকোভ। ফ্রান্সের এই তারকা বার্সেলোনায় খেলার মূল্য বুঝতে পারেননি বলে দাবি তার। এই সময় বার্সেলোনাকে স্টোইচকোভ পরামর্শ দিয়েছেন, দেম্বেলেকে যেন ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেছেন, ‘দেম্বেলে কখন‌ও বুঝেইনি বার্সেলোনা আসলে কী। একজন ভিনদেশী খেলোয়াড় হয়েও আমি বুঝেছিলাম বার্সা আমার জন্য কী ছিল। যখন আমার সাথে কুবালা, কারাসকো, লিনেকার, হোসে মারি বাকেরো এবং হুলিও সালিনাসরা খেলতো বার্সায়। তারা সবাই জানতো বার্সাকে, কিন্ত তুমি(দেম্বেলে) কখন‌ও জানতে পারোনি‌। যদি তুমি বার্সেলোনায় থাকতে না চাও, অন্তত ব্যাজটাকে কলঙ্কিত করো না।’

দেম্বেলেকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে স্টোইচকোভ বলেছেন, ‘লাপোর্তাকে বলবো তাকে ছেড়ে দিন। এইসব লোক, যারা ক্লাবের রঙটাকেই অনুভব করে না, তাদের চলে যাওয়াই উচিত‌। আমি এই শার্ট গায়ে ঘাম ঝড়িয়েছি এবং আমি জানি বার্সা কী।’

তিনি আরও বলেছেন, ‘তুমি ফুটবল খেলতে জানো এমন বিশ্বাস করিয়ে মানুষকে প্রতারিত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে বলি, এক‌ই পজিশনে ফুটবলটা আমিও খেলেছি।’

এমএইচ/এটি