ক্লাব কিংবা জাতীয় দল কোচ আসে-কোচ যায়। এটাই ফুটবলের অলিখিত রীতি। ফুটবলারদেরও কোচের সঙ্গে মানিয়ে নিতে হয়। জাতীয় দলের ফুটবলারদের এখন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পাঠশালায় পাঠ নিতে হবে।

জেমির অধীনে দীর্ঘ দিন অনুশীলন করেছিলেন জামালরা। ইংলিশ কোচিং স্টাইল থেকে স্প্যানিশে মানিয়ে নিতে সমস্যা দেখছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকেন। ওরা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। বল পজিশন নিজেদের অধীনে রেখে খেলতে চায়। বল পজিশন এবং গোল স্কোরিংটাই মূল কথা। কারণ আমরা কম গোল করি।’ জাতীয় ফুটবল দলের সমস্যা গোল স্কোরিং। সব কোচের কপালে চিন্তার ভাঁজ থাকে গোল স্কোরিং নিয়ে। হ্যাভিয়েরকেও কয়েক দিন পর এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। 

সাফ চ্যাম্পিয়নশিপে অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে কাজ করা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের মতোই ক্যাবরেরাকে লাগছে জামালের কাছে, ‘ক্যাবরেরার সঙ্গে এখনো আমরা মাঠের অনুশীলন শুরু করিনি। তিনি স্প্যানিশ কোচ- তিনি অন্য স্প্যানিশ কোচদের মতোই-যেমন অস্কার। তিনি নিজস্ব স্টাইল প্রতিস্থাপনের চেষ্টা করবে। আমরা ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ’

বাংলাদেশে আসার পর থেকেই জামালের প্রশংসায় পঞ্চমুখ নতুন কোচ। বাংলাদেশে সশরীরে প্রথম দেখা হলেও এর আগেই দুই জনের সাক্ষাৎ হয়েছে, ‘এখানে দেখা করার আগে আমাদের দুই ঘণ্টার একটা সাক্ষাৎ আগেই হয়েছে। তার ধারণা শুনেছি। ও কী চায় সেটা বোঝার চেষ্টা করেছি। সামনে ও কীভাবে কাজ করবে সেসব নিয়েই মূলত কথা হয়েছে।’ বলেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক। জামালের ক্লাব নিয়ে তেমন বিশেষ কিছু জিজ্ঞাসা ছিল না হ্যাভিয়েরের, ‘আমাদের ক্লাব নিয়ে বিশেষ কিছু বলেনি। আমরা কীভাবে অনুশীলন করি এবং কোন স্টাইলে খেলি মূলত সেসবই দেখেছে।’

কয়েক বছর যাবৎ সাইফ স্পোর্টিংয়ে খেলছেন জামাল ভূঁইয়া। এত দিন খেললেও সাইফকে ট্রফি দিতে পারেননি জামাল। এই প্রসঙ্গে বলেন, ‘চেষ্টা তো করছি। দলের জন্য এবং নিজের জন্য আরো ভালো খেলতে চাই। ফেডারেশন কাপে আমাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই দেখেছে। এ নিয়ে কথা বলতে চাই না। সামনে লিগ আছে। সেটাতেই এখন মনোযোগ।’

জাতীয় দল, সাইফ স্পোর্টিং ছাড়াও বাংলাদেশের সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিট গাম্বিয়াকে নিয়ে আফ্রিকান নেশন্স কাপে সফল হচ্ছেন এই প্রসঙ্গও এসেছে। সেইন্টফিটের সময় একমাত্র জামাল দল থেকে বাদ পড়েছিলেন। তাই খানিকটা কুশলী উত্তর, ‘আসলে সব দলই কিন্তু সমান না। টমের সঙ্গে আমি কাজ করিনি। তাই তার সম্পর্কে পুরোটা বলতে পারব না।’

এজেড/এমএইচ