দক্ষিণ আমেরিকা থেকে অনেক দূরের দেশ বাংলাদেশ। তবুও এখানকার মানুষের আগ্রহের কমতি নেই ওই অঞ্চলের দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ম্যাচ নিয়ে। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইয়ের আলাদা ম্যাচে মাঠে নামছে এই দুই দল। 

বাংলাদেশ সময় ভোর ৬টা ১৫ মিনিটে আর্জেন্টিনা মাঠে নামবে চিলির বিপক্ষে, এরপর একই উইন্ডোতে বুধবার বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অন্যদিকে রাত তিনটায় ব্রাজিল খেলবে ইকুয়েডরের বিপক্ষে, তাদের পরের ম্যাচ বুধবার সাড়ে ছয়টায়। 

ম্যাচ দুটির কোনোটিই দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে। তাহলে কোথায় দেখবেন? ইয়াল্লা শ্যুট, ক্রিকইচডিসহ কয়েকটি স্ট্রিমিং সাইটে দেখা যাবে ম্যাচ দুটি। 

ইতোমধ্যেই আসন্ন বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সেলেসাওরা। আর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ১৩ ম্যাচে ৮ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

খেলাগুলো দেখতে পারেন এসব ঠিকানায় 

ইয়াল্লা শ্যুট

ক্রিকইচডিতে