বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চলমান মৌসুমের কিছু বিষয় নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে চিঠি দিয়েছে। ফিফার পাশাপাশি সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কোর্ট অব আরব্রিটেশবন স্পোর্টসেও ( সিএএস) বিষয়টি অবহিত করেছে বসুন্ধরা কিংস। বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বসুন্ধরা কিংস কতৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। 

বসুন্ধরা কিংস এবার নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে খেলার জন্য প্রস্তুত ছিল। বাফুফে প্রথমে বসুন্ধরা কমপ্লেক্সকে হোম ভেন্যু হিসেবে স্বীকৃতি দিয়েছিল। পরবর্তীতে হোম ভেন্যু বাদ দিয়ে বাফুফের অধীনে রেখে বসুন্ধরা কমপ্লেক্সকে রাখা হয়। এতে অবশ্য আপত্তি ছিল বসুন্ধরা কিংসের। এজন্য ৪৮ ঘন্টার কম সময়ের আগে বাফুফে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ভেন্যু বাদ দিয়ে দেয়। 

বসুন্ধরা কিংসের সঙ্গে বাফুফের দ্বন্দ্ব চলছিল বেশ কয়েক মাস আগে থেকেই। ফেডারেশন কাপ টার্ফে আয়োজনের জন্য বসুন্ধরা কিংস ড্রয়ের পরও নাম প্রত্যাহার করে নেয়। এক সূত্রে জানা গেছে, প্রিমিয়ার লিগের বাইলজের নানা ধারা উপধারা উল্লেখ করে বসুন্ধরা কিংস ফিফা-এএফসিতে চিঠি দিয়েছে।

বসুন্ধরা কিংস আন্তর্জাতিক চিঠি চালাচালিতে আগে সাফল্য দেখিয়েছে। এএফসি কাপের সূচি পরিবর্তন ও ক্ষতিপুরণ পেয়েছিল বসুন্ধরা কিংস। বাফুফের সঙ্গে এই ইস্যুতে কিংসের ফল কি হয় সেটাই দেখার বিষয়। 

এজেড/এমএইচ