বয়সটা ৩৭ হয়ে গেছে। আগের মতো ক্ষিপ্রতা নেই। গোল করার ক্ষমতাও কমে এসেছে। ক্যারিয়ারের পড়ন্ত লগ্নেও নতুন চ্যালেঞ্জ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই ক্লাব থেকেই শুরু হয়েছে তারকা হওয়ার। শেষ বেলায় নিজের শেকড়ে ফেরেন রোনালদো।

কিন্তু যত সময় গড়াচ্ছে, ততই বোঝা যাচ্ছে তার ধার কমেছে। লম্বা সময় ধরে গোল পাচ্ছেন না, দলও আছে বিপর্যস্ত অবস্থায়। বোঝা যাচ্ছে, ১৯ বছর আগে যখন প্রথম এসেছিলেন, তখনকার রোনালদোর সঙ্গে এখনকার অনেক তফাৎ। সেটাই মনে করিয়ে দিলেন ম্যান ইউনাইটেডের সাবেক তারকা ইনসে। 

গ্রেন্টিং কাসিনোকে তিনি বলেছেন, ‘১৯ বছর বয়সে যখন প্রথম পা রেখেছিল, এটা ওই রোনালদো না-এখনকার রোনালদোর বয়স ৩৭ বছর। যখন লোকজন বলেছে সে দারুণ হবে ক্লাব ও তরুণদের জন্য। তখন হয়তো আপনি ভেবেছেন এটাই সত্যি। কিন্তু সে এখন সুরঙ্গের নিচ দিয়ে হাঁটছে ও খেলনাগুলো ফেলে দিচ্ছে। আমার কাছে ইউনাইটেডের এটা বাজে উদাহরণ।’

রোনালদো এখন প্রায়ই জায়গা হারাচ্ছেন ইউনাইটেডের শুরুর একাদশ থেকে। কোচ রাফ রাঙ্কনিকের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তিনি। গোলও পাচ্ছেন না। কয়েকদিন আগে বার্নলির বিপক্ষে জায়গা পাননি শুরুর একাদশে। এটা নিয়ে একরকম খোঁচাই দিয়েছেন ইনসে।

তিনি বলেছেন, ‘সে তার ক্যারিয়ারের শেষদিকে আছে। আর আপনি যদি টেবিলের তলানিতে থাকা বার্নলির বিপক্ষেও শুরুর একাদশে না থাকেন, তাহলে বুঝতে হবে কিছু একটা ভুল হচ্ছে। সবকিছু ক্লাবের জন্য হওয়া উচিত ছিল, এখন সেটা শুধুই রোনালদোর জন্য হয়ে গেছে।’

ম্যান ইউনাইটেড অধিনায়ক ম্যাগুয়েরকে নিয়েও সমালোচনা হয় বেশ। এ নিয়ে সাবেকা তারকা বলেছেন, ‘ম্যাগুয়ের সবচেয়ে দ্রুতগতির নয় কিন্তু এরপরও উচুঁমানের খেলোয়াড়। সে মিডফিল্ড থেকে কোনো বাধা পায় না। যদি আমি রয় কেয়ানের সঙ্গে মিডফিল্ডে খেলি, তাহলে ম্যাগুয়ের একা থাকবে না এখনকার মতো।’

এমএইচ