পিএসজিতে এমবাপের ছায়ায় খেলছে মেসি
পিএসজি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে জিতেছে গত রাতে। কিলিয়ান এমবাপে শেষ মুহূর্তে করেছেন একমাত্র গোলটি। তবে তার আগে লিওনেল মেসি শিরোনাম কেড়ে নিয়েছিলেন পেনাল্টি মিস করে। এ নিয়ে আলোচনাও কম হচ্ছে না এখন।
এর কিছু আগেই টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ফরাসি ফুটবলার রবার্ট পিরেস পিএসজিতে মেসির পারফর্ম্যান্স নিয়ে মতামত দেন। তিনি জানান, সেখানে গিয়ে বড় ভুলই হয়েছে মেসির। সেখানেই শেষ করেননি সাবেক আর্সেনাল ফুটবলার; তিনি বলেন, এখন মেসিকে খেলতে হচ্ছে দ্বিতীয় সেরা খেলোয়াড় হয়ে।
বিজ্ঞাপন
তার মতে, ফরাসি লিগ বাইরের খেলোয়াড়দের জন্য একটু বেশিই কঠিন। পিরেসের ভাষ্য, ‘আমি একে দেখছি একটু জটিল গিসেবেই। বিশেষ করে মানিয়ে নেওয়ার বিষয়টা। আমার মনে হয় ফরাসি লিগ বেশ কঠিন, আর খেলোয়াড়গুলোও। যখন তারা মেসির মুখোমুখি হয়, তখন তারা মেসির হাতে উপহার তুলে দিতে নামে না। ফ্রান্সে অনেক গুণী খেলোয়াড় ভালো করেছে, তবে তাদের কেউ মেসির সমসাময়িক নয়। ফ্রান্সের ফুটবল এমন নয়, এখানে শরীর নির্ভর ফুটবল হয়। সে কারণে লিগ ওয়ানে খেলাটা সহজ নয়।’
মেসি যখন পিএসজিতে পাড়ি জমাচ্ছেন, তখন প্যারিসের রাস্তা রীতিমতো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল। পিএসজি ভক্ত ছাড়াও মেসিকে নিয়ে সেই উচ্ছ্বাসটা আছে গড়পড়তা ফরাসিদের ভেতরও। তবে তাদের সে কদরটা মাঠের খেলায় পান না আর্জেন্টাইন তারকা, মনে করেন তিনি।
বিজ্ঞাপন
পিরেস বলেন, ‘ফরাসিরা মেসিকে পেয়ে বেশ আনন্দিত। তবে মাঠের খেলায় তাকে সম্মান করা হয় না।’
মেসির পিএসজিতে ভালো করতে হলে কী চাই, সেটাও বাতলে দিলেন পিরেস। সাবেক আর্সেনাল মিডফিল্ডারের কথা, ‘এটা পচেত্তিনোর ওপর নির্ভর করছে, সে কীভাবে তাকে খেলায়, তবে আমার মনে হয় মেসিকে স্বাধীনতা দেওয়া উচিত।’
সব মিলিয়ে মেসির পিএসজি যাত্রার সিদ্ধান্তটা ভালো ছিল কি-না, এ প্রশ্নের জবাবেও নেতিবাচক উত্তরই দিলেন তিনি। বললেন, ‘সত্যি বলতে আমি মনে করি মেসি ফ্রান্সে গিয়ে ভুল করেছে। স্পেনের বার্সেলোনায় মেসিকে কেন্দ্র করেই খেলত, আর প্যারিস পুরো আলাদা। এখানে তাকে নেইমার, এমবাপের সঙ্গে থাকতে হচ্ছে। বার্সায় সে এক নম্বর ছিল, এখানে সে দ্বিতীয় সেরা। এখানে এমবাপে সেরা, সে মেসির চেয়েও ভালো।’
এনইউ/এটি