তিন ম্যাচে পয়েন্ট শুন্য ছিল পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। চতুর্থ রাউন্ডের ম্যাচে সিলেটে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছে দলটি। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। শেখ জামাল ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। রহমতগঞ্জ ইনজুরি সময়ে শেষ দুই গোল করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

রহমতগঞ্জ আগের ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে ছয় মিনিটের মধ্যে তিন গোল হজম করেছিল। আজ পুরান ঢাকার দলটি নিজেরা পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে লিগে প্রথম পয়েন্ট আদায় করে।

শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম দুই গোল করেন। ২২ ও ৪৪ মিনিটে তার দুই গোলে জামাল ২-০ লিড নিয়ে বিরতিতে যায়। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন রহমতগঞ্জের তাজিক ডিফেন্ডার সিওভস আসরোরভ। সাত মিনিট পর আতিকুজ্জামানের গোলে ফের এগিয়ে যায় শেখ জামাল। 

শেখ জামাল যখন জয়ের অপেক্ষায় তখনও কিন্তু ম্যাচের নাটকীয়তা বাকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করেন রহমতগঞ্জ নাইজেরিয়ান সানডে সিজোবা। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আইভরিকোস্টের ডিফেন্ডার ল্যান্সি তোরের গোলে শেখ জামালের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয় রহমতগঞ্জ।

এজেড/এনইউ