রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। প্রিমিয়ার ফুটবল লিগের নিচের স্তরের এ লিগ। লিগ শুরুর আগে কয়েকটি ক্লাবের চিন্তার বিষয় ক্লাব টেন্ট। ক্যাসিনো কাণ্ডের পর ভিক্টোরিয়া, ফকিরেরপুল ইয়ংমেন্স, ওয়ান্ডারার্স ও কাওরানবাজারের টেন্ট সিলগালা।

আসন্ন চ্যাম্পিয়নশিপ লিগের এ চার ক্লাবকে ফুটবলার রাখতে হবে ভাড়া করে হোটেলে অথবা আবাসিক বাসায়। এ ক্লাবগুলো বাফুফের কাছে তাদের টেন্ট খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী সরকার দলীয় সংসদ সদস্য। তিনি এ বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ক্লাবগুলোকে, ‘আমরা ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজিসহ প্রয়োজনীয় জায়গায় চিঠি দিয়েছি। পাশাপাশি আমি একজন সরকার দলের সংসদ হওয়ায় ব্যক্তিগতভাবেও ক্লাবগুলোর খেলায় অংশগ্রহণের সুবিধার জন্য টেন্ট ব্যবহার যেন করতে পারে সেই অনুরোধ করব।’

গত লিগেও ক্লাবগুলো বাফুফেকে এমন অনুরোধ জানিয়েছিল। বাফুফে থেকে চিঠি চালাচালি করলেও শেষ পর্যন্ত সিলগালাই ছিল ক্লাবগুলো। তবে এ যাত্রায় বাফুফের সিনিয়র সহ সভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী কিছুটা আশাবাদী, ‘আগামীকাল থেকে চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হয়েছে। এ লিগ কয়েক মাসব্যাপী হবে। আশা করি এ লিগ চলার একপর্যায়ে ক্লাব টেন্টগুলো খুলতে পারে।’

চ্যাম্পিয়নশিপ লিগে খেলাগুলো হবে কমলাপুর স্টেডিয়ামে। স্টেডিয়ামটির টার্ফকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে অংশ নেয়নি তিনটি দল। সেই স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগের পুরো আসর হবে। এ প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো এখানে খেলতে সম্মত হয়েছে। এ টার্ফে এখন নিয়মিত চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো অনুশীলন করছে।’

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুই ক্লাব প্রিমিয়ারে উঠবে এবং দুই দল সিনিয়র ডিভিশনে অবনমিত হবে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এবার অংশ নিচ্ছে বাফুফের একাডেমি দল। সেই দল সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘বিশ্বের অনেক দেশেই একাডেমি দলকে প্রস্তুত করতে প্রতিযোগিতামূলক লিগ খেলায়। আমরা এবার সেটা অনুসরণ করছি। একাডেমি দল চ্যাম্পিয়ন/রানার্স আপ হলে প্রিমিয়ারে খেলবে, পরবর্তী দল সুযোগ পাবে। আবার রেলিগেশনে থাকলেও তারা রেলিগেটেড হবে না।’

বাংলাদেশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়ন লিগের স্বত্ত্ব তিন বছরের জন্য বিক্রি করেছে বাফুফে। স্বত্ত্ব বিক্রি করলেও ক্লাবগুলোকে অংশগ্রহণ ফি দেওয়া হয় বিলম্বে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বকেয়া অনেক। চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর অর্থ এ সপ্তাহের মধ্যে দেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেছেন লিগ কমিটির চেয়ারম্যান।

এজেড/এসএসএইচ