সিলেটে নয়, বসুন্ধরাকে খেলতে হবে কলকাতায়
এশিয়ান ফুটবল কনফেডারেশন আজ (বৃহস্পতিবার) এএফসি কাপের জন্য প্রতি গ্রুপের স্বাগতিক দেশের নাম প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়া জোনের স্বাগতিক হয়েছে ভারত। কলকাতায় এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেখানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস সিলেট জেলা স্টেডিয়াম ঢাকা আবাহনীর লিগের হোম ভেন্যুতে এএফসি কাপের স্বাগতিক হওয়ার জন্য আবেদন করেছিল।
সেই আবেদন এশিয়ান ফুটবল কনফেডারেশন বিবেচনা করেনি। গোকুলাম কেরালার কলকাতাকে ডি গ্রুপের ভেন্যু হিসেবে এএফসি বিবেচনা করেছে। কাকতালীয়ভাবে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ইস্ট বেঙ্গল ক্লাবের আমন্ত্রণে কলকাতায় অবস্থান করছেন।
বিজ্ঞাপন
১৮-২৪ মে কলকাতায় কেন্দ্রীয় ভেন্যুতে ডি গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলবে। ডি গ্রুপে ভারতের গোকুলাম এফসি ছাড়াও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস রয়েছে। গ্রুপের চতুর্থ দল আসবে প্লে অফ থেকে। ঢাকা আবাহনী প্লে অফ খেলবে।
ঢাকা আবাহনী প্রথম প্লে অফ খেলবে ১২ এপ্রিল সিলেটে। সেই ম্যাচ জিতলে পরের ম্যাচ কলকাতায় মোহনবাগানের সঙ্গে ১৯ এপ্রিল। গত আসরে আবাহনী করোনা জটিলতায় স্বাগতিক হতে পারেনি ফলে এএফসি আবাহনীকে বাদ দেয় প্লে অফ থেকে। বসুন্ধরা কিংস গতবারও স্বাগতিক হওয়ার আবেদন করে ব্যর্থ হয়৷ গত বছর মালদ্বীপে গিয়ে খেলতে হয়েছিল তাদের৷
বিজ্ঞাপন
এজেড/এমএইচ/এটি