বাংলাদেশ হকি ফেডারেশন জাতীয় যুব হকির জন্য দেড় কোটি টাকার স্পন্সর পেয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ হকি ফেডারেশনকে জাতীয় যুব হকি উপলক্ষে এই অর্থ প্রদান করছে।

আজ বুধবার (২৭ জুলাই) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে হকি ফেডারেশন ও আল আরাফা ইসলামী ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও আল আরাফা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান এ চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় ফেডারেশন ও ব্যাংক উভয় পক্ষের আরো অনেক উর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন। হকি ফেডারেশন আজ ৫০ লাখ টাকার চেক পেয়েছে। বাকি ১ কোটি টাকা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দুই কিস্তিতে প্রদান করবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা তৃণমূল ও যুব পর্যায়ে হকিকে শক্তিশালী করতে চাই৷ আগামী সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।’ জাতীয় যুব হকিতে ৫৭ জেলার অনুর্ধ্ব ১৮’র খেলোয়াড়েরা অংশগ্রহণ করবেন। এটাই সর্বোচ্চ অংশগ্রহণের যুব হকি টুর্নামেন্ট হতে যাচ্ছে বললেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ‘এর আগে ৪০ টির মতো জেলা নিয়ে যুব হকি হয়েছে। এবার ৫৭ টি জেলা খেলার আগ্রহ প্রকাশ করেছে। আশা করি সবাইকে মাঠে পাব।’

ফেডারেশনের প্রাথমিক পরিকল্পনা ৮ ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের। টুর্নামেন্ট উপলক্ষে গঠিত কমিটি পরবর্তী সিদ্ধান্তগুলো নেবে, ‘বেশ কয়েকটি জেলা স্বাগতিক হতে আগ্রহী। কমিটি আলোচনার ভিত্তিতে ভেন্যু নির্ধারণ করবে৷ পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে সুযোগ সুবিধার বিষয়গুলো কমিটি ঠিক করবে।’

এজেড/এইচএমএ/এটি