হঠাৎ আলোচনায় হকি খেলোয়াড় কল্যাণ সমিতি
দুই দিন পর শুরু হচ্ছে ক্লাব কাপ হকি। মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেলে অনুশীলন করছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। টার্ফের পাশে কয়েকজন হকি খেলোয়াড় হাতে কিছু কাগজ নিয়ে পাায়চারি করছেন। জাতীয় দলের খেলোয়াড় হাসান জুবায়ের নিলয়ের নেতৃত্বে কিছুক্ষণ পর গণমাধ্যমের সামনে হকি খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটির পরিবর্তনের দাবিতে একটি লিখিত বক্তব্য পেশ করেন।
হকি খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি মেয়াদ উত্তীর্ণ। তাই নতুন কমিটির গঠনের দাবি নিলয়ের কন্ঠে, 'আমরা হকি খেলোয়াড়রা একটি গতিশীল কমিটি চাই। যারা খেলোয়াড়ের স্বার্থে কাজ করবে। তাই বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটির বদলে একটি নতুন কমিটি চাই।' হাসান জুবায়ের নিলয় ও আবু সাঈদ নিপ্পন ছাড়া উপস্থিত আট-দশ জনের মধ্যে বর্তমান তারকা খেলোয়াড় কেউ ছিলেন না। মাঠে চলমান অনুশীলন থেকে কোনো খেলোয়াড় এসে তাদের এই দাবির সঙ্গে সংহতি জানাতেও দেখা যায়নি। এ নিয়ে প্রশ্ন হলে নিলয় ও নিপ্পন উভয়ে বলেন, 'আমাদের সঙ্গে আরো অনেক খেলোয়াড় একমত পোষণ করেছে। তাদের অনেকে ক্লাব থেকে ছুঁটি পাইনি তাই আসতে পারেনি। লিগ শুরুর আগে ৫ মার্চ আমরা আরো অনেক এক সঙ্গে জড়ো হব। তখন আপনারা অনেককে দেখতে পাবেন।'
বিজ্ঞাপন
খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটির পরিবর্তন নিয়ে তাদের একটি চিঠি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের হাতে হস্তান্তর করেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে বলেন, 'আমাদের মূল অংশীদার হকি খেলোয়াড়। তারা আমার সঙ্গে দেখা করে একটি চিঠি দিয়েছে। আমি এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব।'
হকি খেলোয়াড় কল্যাণ সমিতি হকি ফেডারেশনের অধিভুক্ত সংস্থা নয়। ফলে আনুষ্ঠানিকভাবে ফেডারেশনের এই বিষয়ে হস্তক্ষেপের অধিকারও সেই অর্থে নেই। খেলোয়াড় কল্যাণ সমিতি হকি স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের কক্ষ ব্যবহার করে। তাই হকি খেলোয়াড়দের একাংশ জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকেও চিঠি দিয়ে অবহতি করার বিষয়টি জানান। ফেডারেশন, এনএসসি ও মিডিয়াকে অবহিত করলেও সমিতির সাধারণ সম্পাদক-সভাপতির সঙ্গে কথা বলেননি তারা। এই প্রশ্নটি এসেছে ঘুরে ফিরে। এর সদুত্তরও খুব একটা দিতে পারেননি নিলয়-নিপ্পনরা, 'আমরা সভাপতি-সেক্রেটারির সঙ্গে কথা বলিনি। তবে সমিতির একজন সদস্যকে বলেছি।'
বিজ্ঞাপন
জাতীয় দলের সাবেক তারকা গোলরক্ষক রাসেল খান বাপ্পী হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি। দীর্ঘদিন ধরে সভাপতি থাকা বাপ্পীও কমিটির পরিবর্তন চান। তবে আকস্মিক দাবিতে বিস্ময় প্রকাশ করে বলেন, 'আমরা একাধিকবার বলেছি যারা আগ্রহী তারা দায়িত্বে আসুক। কমিটির সভাপতি-সেক্রেটারি যারা রয়েছি তারা হকি অঙ্গনে অত্যন্ত সক্রিয়। আমাদের সঙ্গে তারা অবশ্যই কথা বলতে পারত। সেটা না করে সরাসরি মিডিয়ায় এবং ফেডারেশনকে অবহিত করার প্রক্রিয়াটি আমার কাছে পেছনের দরজা দিয়ে আসার চেষ্টাই মনে হচ্ছে।'
এজেড/এইচজেএস