লিগের উদ্বোধনী ম্যাচেই দুটি বড় দলের খেলা বাংলাদেশের হকিতে সচরাচর দেখা যায় না। এবারের লিগটি সেই অর্থে ব্যতিক্রম। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে ওঠা উষা ক্রীড়া চক্র এবার লিগের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার্স ইয়াংসের। উদ্বোধনী ম্যাচে উষা ৫-১ গোলে মেরিনার্সকে হারিয়েছে। 

ক্লাব কাপের সেমিফাইনালে কিছুদিন আগেই মেরিনার্স ৮-৪ গোলে উষাকে হারিয়েছিল। ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় মেরিনার্স। ক্লাব শেষ হওয়ার চারদিন পর লিগের উদ্বোধনী ম্যাচেই ছন্দপতন বর্তমান চ্যাম্পিয়নদের। দলটির কোচ মামুনুর রশীদ এর কারণ সম্পর্কে বলেন, ‘টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের মধ্যে আত্মতৃপ্তি বেড়েছে অনেক। এর ছাপ আজকে ছিল। লিগ মাত্র শুরু হলো। আশা করি আমরা অচিরেই ঘুরে দাঁড়িয়ে লিগ শিরোপায় থাকব।’

মেরিনার্স আজ খেলেছে মাত্র দুই জন বিদেশি নিয়ে। পক্ষান্তরে উষা চার বিদেশি খেলানোয় শক্তিমত্তায়ও এগিয়ে ছিল। বিষয়টি স্বীকার করে আরেকটি যুক্তি দিয়েছেন মেরিনার্স কোচ,‌ ‘বিদেশি কম এটা একটা বিষয়। এরপরও আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। দশের অধিক পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারিনি। এটাই বড় কারণ হারের।’ পুরো ম্যাচে মেরিনার্সের ১১টি পেনাল্টি কর্নার ছিল, সেখানে উষা পায় মাত্র তিনটি।

আজ ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ (০-১)। পঞ্চম মিনিটে বিদেশি খেলোয়াড় মোহাম্মদ শরিফের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে সমতায় ফেরে (১-১) উষা। মিনিট তিনেক পর তৈয়ব আলীর দারুণ ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় উষা (২-১)। প্রথম কোয়ার্টারে এগিয়ে থেকে মাঠ ছাড়ে দলটি।

দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। খেলার চতুর্থ এবং শেষ কোয়ার্টারে আরও তিন গোল হয়। ৪৭ মিনিটে উষাকে তৃতীয় গোলের স্বাদ দেন দলটির বিদেশি খেলোয়াড় ইশরাত ইকতিদার। ফিল্ড গোলে ব্যবধান ৩-১ এ বাড়িয়ে নেন। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে ৫৭ ও ৫৮ মিনিটে দারুণ দুটি ফিল্ড গোল করে মেরিনার্সকে ৫-১ গোলের লজ্জার স্বাদ দেন মাহবুব হোসেন।

এজেড/এএইচএস